Header Ads

Header ADS

The Tense

শিক্ষামূলক POST
Tense-সময়/কাল


নিজস্ব প্রতিবেদন: মোঃ আব্দুর রউফ

Tense ইংরেজি শব্দ যার সাধারণ অর্থ কাল বা সময়। ল্যাটিন শব্দ Tempus থেকে Tense এর উৎপত্তি। Tempus শব্দের অর্থ হলো সময়।
Grammar এর অন্যতম প্রধান বিষয় হলো Tense। স্বাভাবিক ভাবে সময়ের সম্পর্কে জানার জন্য আমরা Tense এর ব্যবহার করে থাকি। Tense কে আবার অনেকে Grammar এর আত্মা ‍হিসেবেও চিহ্নিত করেছেন। তোমরা যদি Tense না জানো তবে তোমরা Grammar জানতে পারবে না। তবে আমরা চলো জেনে নেই সংক্ষিপ্ত পদ্ধতিতে আজকের Topic যার নাম হলো Tense। এবং এই Tense সম্পর্কে সঠিক ভাবে জানতে আমাদের Verb এর জ্ঞান থাকা জরুরী।
  1. What is Tense? - কাল কি?
  2. What is called Tense? - কাল কাকে বলে?
  3. How many kinds of Tense? - কাল কত প্রকার?
আমরা Tense সম্পর্কে জানার জন্য যখনই বই পড়তে শুরু করি তখনই এই প্রশ্ন ‍গুলো আমাদের মস্তিষ্কে এসে বাসা বাঁধে। যার উত্তর জানাও অনেক জরুরী হয়ে পড়ে। আজ আমরা এই সব প্রশ্নের সমাধান করার চেষ্টা করবো ইন-শা-আল্লাহ।

সংজ্ঞাঃ ক্রিয়ার সম্পূর্ণ হইবার সময়কেই Tense বলা হয়।
(The time when the verb is completed is called Tense.)

Tense কে প্রধানত তিনটি ভাগে বিভক্ত করা যায়। যথাক্রমে:
1. Present Tense - বর্তমান কাল।
  • I eat rice - আমি ভাত খাই।
  • You are going to market - তুমি মার্কেটে যাইতেছো।
  • He does the work - সে কাজটি করে।
  • They do not cut the tree - তারা গাছটি কাটে না।
2. Past Tense - অতীত কাল।
  • I ate rice - আমি ভাত খেয়েছিলাম।
  • You were going to school - তুমি বিদ্যালয়ে যাইতেছিলে।
  • He did the work - সে কাজটি করেছিল।
  • They did not cut the tree - তারা গাছটি কাটলো না।
3. Future Tense - ভবিষ্যৎ কাল।
  • I shall eat rice - আমি ভাত খাব।
  • You will be going to college - তুমি কলেজে যাইতে থাকবে।
  • He will have a cow - তার একটি গরু থাকবে।
  • They will not cut the tree - তারা গাছটি কাটবে না।
এই প্রত্যেকটি Tense আলাদা আলাদা ভাবে আবার চার ভাগে বিভক্ত। যথা:
1. Present/Past/Future Indefinite Tense
  • I know the man - আমি লোকটিকে চিনি।
  • I knew the man - আমি লোকটিকে চিনতাম।
  • I shall know the man - আমি লোকটিকে চিনবো।
2. Present/Past/Future Continuous Tense
  • I am doing the work - আমি কাজটি করতেছি।
  • I was doing the work - আমি কাজটি করতেছিলাম।
  • I shall be doing the work - আমি কাজটি করতে থাকবো।
3. Present/Past/Future Perfect Tense
  • I have eaten rice - আমি ভাত খাইয়াছি।
  • I had eaten rice - আমি ভাত খাইয়াছিলাম।
  • I shall have eaten rice - আমি ভাত খাইয়া থাকিব।
    • আরও একটি ভাবে আমরা উদাহরণ দিতে পারি।
  • The patient has died before the doctor come.
  • The patient had died before the doctor came.
বিস্তারিত পরের পোস্ট এ জানানো হবে ইন-শা-আল্লাহ।
4. Present/Past/Future Perfect Continuous Tense
  • I have been cutting grass since morning
  • I had been cutting grass since morning
  • I shall have been cutting grass since morning
আমাদের আজকের বিষয়বস্তু খেয়াল কর: এবং মনোযোগ সহকারে পড়তে থাকো। পরবর্তীতে Tense এর বিস্তারিত আলোচনা করা হবে ইন-শা-আল্লাহ।
আরও জানতে ক্লিক করো : 

No comments

Theme images by MichaelJay. Powered by Blogger.