Terms and Conditions
Terms and Conditions:
Term and Condition
শর্তাবলি
আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আশা আছে যে আল্লাহ আপনাদের সুস্থ রেখেছেন। আমার ব্লগ সাইটে আপনাদের স্বাগতম। আমার এই সাইটটি একটি অরাজনৈতিক, ইসলামিক শিক্ষা ও বিনামূল্যে সেবা প্রদানের সাইট। এখানে বিভিন্ন বিষয়ে সুস্পষ্ট ভাবে ধারণা দিয়ে লেখা থাকবে। যা আপনার ভবিষ্যতের জন্য অধিক উপকারী হতে পারে। যেহুতু আমাদের এটি একটি অরাজনৈতিক সেবামূলক সংগঠন তাই এর কিছু নির্ধারিত নিয়ম-কানুন রয়েছে । আসুন জেনে নেই আমাদের সহজ শর্তগুলো:
- এই সাইটের সম্মন্ধে কোনো জিজ্ঞাসা থাকলে আমাদের ফেসবুক পেজে আপনারা অবশ্যই মেসেজ করবেন।
- আমাদের লেখা-গুলো পড়তে ভালো লাগলে আপনার মন্তব্য যোগ করবেন।
- অশ্লী*ল কোনো কিছু লেখা যাবে না।
- ব্যবহার সুন্দর এবং ভদ্র করতে হবে।
- আমাদের হয়ে কারো সাথে কোনো ধরনের কথা বলা যাবে না।
- আপনি চাইলে আপনার লেখা আমাদের সাইটে প্রকাশ করতে পারেন। কিন্তু লেখার মান ভালো হতে হবে।
- সর্বপরি মানসম্মত হতে হবে। এবং হিকমত থাকতে হবে।
আপনি যে ধরনের লেখা আমাদের এখান থেকে প্রকাশ করতে পারেন:
- কবিতা
- ছোট গল্প
- নাটিকা
- প্রবন্ধ
- ছড়া
- ঐতিহাসিক ঘটনা
- ইসলামিক ঘটনা
- কাল্পনিক গল্প ইত্যাদি
No comments