Header Ads

Header ADS

Preposition

নিজস্ব প্রতিবেদন: মোঃ আব্দুর রউফ

Preposition


    Preposition দেখেই একটা জিনিস সর্বপ্রথম মাথায় আসে সেটা হলো Preposition আসলে কি? এর কাজ কি? এবং এটা পড়ার প্রয়োজনীতা কি? আমরা আজকে এই সকল প্রশ্ন সমাধানের চেষ্টা করবো ইন-শা-আল্লাহ। তবে চলো দেখে নেই সংক্ষিপ্ত ভাবে আসলে Preposition কি?
  • Preposition - Pre(পূর্বে), Position(অবস্থান)। (Noun এবং Pronoun এর পূর্বের অবস্থান।)
সংজ্ঞাঃ যে Parts of Speech বাক্যে Noun এবং Pronoun এর পূর্বে অবস্থান করে বাক্যস্থিত অন্য কোনো শব্দের সাথে সম্পর্ক স্থাপন করে বাক্যকে অর্থপূর্ণ করে তাকে Preposition বলে।
  • I bought a pen.__ I bought a pen for you.
  • I live here__ I live here with her.
  • He is playing Cricket__ He is playing Cricket in the field.
  • I came home__ I came home after 1 year.
বাক্য গুলো লক্ষ করে দেখ। প্রথম বাক্যগুলোতে কোনো অতিরিক্ত কর্ম ব্যবহার করা হয়নি। এজন্য সেই বাক্যগুলোতেও কোনো সংযোগ হয় এমন শব্দও ব্যবহার করা হয়নি। পাশাপাশি যদি দুটি Noun বা Pronoun হতো তবে সংযোগ করার জন্য আশ্রিত কিছু শব্দ প্রয়োজন হতো। 
এবার পরের বাক্যগুলো লক্ষ করো। পাশাপাশি দুটি একার্থক শব্দের মিলনের জন্য for, with, in, after ব্যবহার করা হয়েছে।  এবং এই শব্দগুলোই এখানে Preposition

Kinds Of Preposition
  1. Simple Preposition
  2. Double Preposition
  3. Compound Preposition
  4. Phrase Preposition
  5. Participle Preposition
  6. Disguised Preposition
Summary

Simple Preposition

এই ধরনের Preposition গুলো মূলত একটি শব্দেই প্রকাশিত হয়: At, by, with, of, off, from, through, after, before, out etc.

Double Preposition

এই ধরনের Preposition দুইটি Preposition এর যোগফল: out of, Upon= Up+on, Into= In+to, onto=On+to etc.

Compound Preposition

Noun, Adjective, Adverb এর আগে Simple Preposition যুক্ত হয়ে Compound Preposition  হয়: 

  • behind = by (=be) + hind.
  • besides = by (=be)  + side.
  • before = by (=be) + fore.
  • about = On(=a)+by(=b)+out.
  • along = on(a=)+long
  • beyond = by(=be) + yond.
  • between = by (=be)+tween.
দেখার বিষয় compound preposition গঠন হবার সময় by-preposition টি be- ক্রিয়ায় পরিবর্তন এবং on-preposition টি  a- বিশেষণে পরিবর্তন হয়।

Phrase Preposition

যখন একাধিক Preposition যুক্ত হয়ে একটি Preposition-এর মতো আচরণ করে: in front of, in spite of, instead of, because of, As for etc.

Participle Preposition

Present and Past Participle Verb যদি Preposition এর মতো ব্যবহার হয়।

Disguised Preposition

কোনো কোনো সময় on-preposition-টির পরিবর্তে ‘a’ এবং of-preposition টির পরিবর্তে ‘o’ ব্যবহৃত হয়। এটাই হলো মুলত ’ছদ্মবেশধারী’ বা Disguised Preposition।

আরও পড়তে নিচের গুলোতে ‍ক্লিক করুন:

No comments

Theme images by MichaelJay. Powered by Blogger.