Disclaimer
Disclaimer
.jpg)
#এই ব্লগার ওয়েবসাইটের একক অধিকারী হিসেবে একমাত্র এডমিন (মোঃ আব্দুর রউফ) এর অধীনে থাকবে। এডমিনের অনুমতি না দেওয়া পর্যন্ত এই ব্লগে কোনো কিছু প্রকাশিত কোনো ব্লগ পোস্ট, সংবাদ, তথ্য, ছবি, রেখাচিত্র, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও, ইসলামিক বা কোন কন্টেন্ট কপি করে অন্য কোথাও পাবলিশ করতে পারবেন না।
#এই ব্লগার ওয়েবসাইটের যত ধরনের বিষয়বস্তু প্রকাশ করা আছে যেমন পড়াশোনা, খেলাধুলা, সংবাদ, বিনোদন লেখালেখি ইত্যাদি আরও কিছু বা যেকোন কন্টেন্ট অন্য কারো শেয়ার করতে পারবেন না। যদি প্রকাশ করতে চান তবে এডমিনের সাথে কথা বলার পর, এডমিনের থেকে এডমিনের থেকে লিংক নিয়ে প্রকাশিত লেখায় বসিয়ে দিতে হবে।
#এই ব্লগার ওয়েবসাইটের কোনো পোস্টের কিছু অংশ যদি কেউ তার ওয়েবসাইটে উদাহরণ হিসেবে প্রয়োগ করতে চায় , তবে এক্ষেত্রে যে পোস্টের অংশবিশেষ কপি করে নিয়েছে সেটার জন্য ক্রেডিট উক্ত ব্লগারের এডমিনকে দিতে হবে।
#অন্যথায় যদি কেউ ব্যবহার করার চেষ্টা করে , তবে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
#শর্তজানতে ক্লিক করুন:- Term and Condition
No comments