Conjunction
Conjunction
এটি আমাদের অতি পরিচিত একটি নাম। Parts of Speech এ অন্যতম একটি প্রধান বিষয় হলো Conjunction বা সংযোজন অব্যয়। একটি বাক্যের সাথে আরেকটি বাক্য জুরে দিয়ে নিমিষেই পূর্ণাঙ্গ একটি বাক্যে পরিণত করার নামই হলো Conjunction।
Definition বা সংজ্ঞাঃ যে Word বা শব্দ দ্বারা দুই বা ততোধিক word, clause, phrases & Sentence কে একত্রিত করা হয় তাকে বা সংযোজন অব্যয় বলে। (and, or, but, that etc)
- Raju is going to market to buy some books.
- Runa is going to market to buy some books.
এখন বাক্য দুটি জুরে দিলে একটি বাক্যে রুপান্তর হবে।
- Raju and Runa are going to market to buy some books.
আবার,
- Rana is going to market.
- He is going to office.
এখন বাক্য দুটি জুরে দিলে একটি বাক্যে রুপান্তর হবে।
- Rana is going to market or office.
আবার,
- Raton is very poor man.
- He is honest.
বাক্য দুটি কে একটি দ্বারা যোগ করলে একটি বাক্যে রূপান্তর হবে। বাক্যটি নিম্নরূপ:-
- Raton is very poor but honest.
আবার,
- Kabir said to me.
- He is very poor.
উপরের বাক্যদুটিকে মিলিয়ে নিলে হবে:
- Kabir said to me that he is very poor.
আশা করছি এই বিষয়ের নিয়ে কারো কোনো প্রশ্ন নেই।
আরও জানতে ক্লিক করুন।
No comments