Adverb
নিজস্ব প্রতিবেদন⮚ মোঃ আব্দুর রউফ
Adverb - ক্রিয়া বিশেষণ
Parts of Speech _এ ক্রিয়াপদের পরের স্থানেই আছে Adverb। বিশেষ কোনো কাজকে বুঝাতে গেলে এর গুরুত্ব সবথেকে বেশি। তাই আমরা সংক্ষিপ্ত ভাবে Adverb কে জানার চেষ্টা করবো।
সংজ্ঞাঃ যে Word বা শব্দ দ্বারা কোনো (Verb) ক্রিয়া বা কাজের বিশেষত্ব প্রকাশ করা হয় তাকে Adverb বলে। অর্থাৎ আমি কিভাবে কাজটি করবো সেটি প্রকাশের মাধ্যম হলো Adverb।
- He is a very good man.
- I want to go home.
- He will come now.
- He behaved rudely with me.
এখন নিচের বাক্যগুলো খেয়াল কর: ১। সে হয় খুব ভালো মানুষ, ২। আমি বাড়ি যেতে চাই, ৩। সে এখন আসবে, ৪। সে আমার সাথে নির্দয়ভাবে ব্যবহার করেছিলো।
প্রথম বাক্যে Verb বা ক্রিয়াকে কেমন দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যায়, দ্বিতীয় বাক্যে ক্রিয়াকে কোথায় দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যায়। তৃতীয় বাক্যে ক্রিয়াকে কখন দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যায়। আবার শেষ বাক্যে কিভাবে দ্বারা ক্রিয়াকে প্রশ্ন করলে উত্তর পাওয়া যাবে। এবার তবে আমরা আরেকটি কথা বুঝলাম একটি বাক্যে Adverb কে খুজতে গেলে কেমন, কোথায়, কখন, কিভাবে এসব দিয়ে ক্রিয়াকে প্রশ্ন করতে হবে। এবার আমরা এর প্রকারভেদ সম্পর্কে জানবো।
Kinds of Adverb
a) Adverbs of time -(ক্রিয়া সম্পন্ন হওয়ার সময় বুঝায়।)
- late, soon, before, tomorrow, yesterday, early, then, now, always, daily, ever, never, ago, already, immediately, today etc.
b) Adverbs of place -(ক্রিয়া সম্পাদিত হওয়ার স্থানকে বুঝায়।)
- there, here, thither, hither, near, hence, everywhere, away, within, in, out, up, here, far, thence, inside etc.
c) Adverbs of manner -(ক্রিয়া কেমনভাবে সম্পন্ন হয় সেটা বুঝায়।)
- slowly, hard, soundly, bravely, wisely, highly, well, aloud, quickly etc.
d) Adverbs of frequency -(ক্রিয়া কতবার সম্পন্ন হয় সেটা বুঝায়।)
- once, again, thrice, always, often, never, usually, generally, sometimes, rarely, occasionally etc.
e) Adverbs of quantity or degree -(কতখানি, কি মাত্রায়, কি পরিমাণে।)
- almost, enough, quite, very, too, much, less, little, rather, hardly, no, partly, least, more, wants, abundantly etc.
f) Adverbs of affirmation and negation -(হ্যাঁ অথবা না নির্দেশ করে।)
- Really, probably, perhaps, truly, indeed, no, yes, shall, certainly, possibly etc.
g) Adverbs of cause and effect -(ক্রিয়ার কাজ সংঘটিত হবার কারণ ও ফলাফল।)
- therefore, hence, accordingly, consequently, wherefore, why etc.
h) Adverbs of order -(ক্রিয়া সম্পূর্ণ হবার ক্রম নির্দেশ করে।)
- First, Last, secondly, lastly etc.
বিঃদ্রঃ বিশেষ কারণ, স্থান, অর্থ পরিবর্তনের কারণে Adverb পরিবর্তীত হতে পারে।
আরও পড়তে ক্লিক করুন:
No comments