Header Ads

Header ADS

Parts of Speech

নিজস্ব প্রতিবেদন 🖶: মোঃ আব্দুর রউফ


Parts of Speech-পদ প্রকরণ

Part মানে অংশ, Of মানে এর, Speech মানে কথা বা বাক্য। তবে এক কথায় Parts of Speech অর্থ আসলো বাক্য এর অংশ বা বাক্যাংশ।

সংজ্ঞা: বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি অর্থ বোধক শব্দকেই Parts of Speech বলে। যেমন: I am a student of Dhaka Government High School.

বাক্যটিতে ব্যবহৃত I, am, a, student, of, Dhaka, Government, High, School এই আলাদা ভাবে প্রতিটি শব্দের অর্থ আছে যেমন I-আমি, am-হই, a-একটি বা একজন এরকম প্রতিটি শব্দেরই অর্থ রয়েছে। এখন এই শব্দগুলোই হলো Parts of Speech। বাক্যের অংশই হলো Parts of speech

প্রকারভেদঃ Parts of Speech কে সঠিক ভাবে জানার জন্য শ্রেণিবিন্যস্ত করা হয়েছে। কেননা এই বিশাল জগৎকে শ্রেণিবিন্যাস না করলে হয়তো জানাটা খুব সহজ হতো না। কিন্তু এখন আমরা অল্প পরিশ্রমেই সুন্দর ভাবে সব জানতে পারি। নিচে এর প্রকারভেদ ও তাদের সাথে পরিচিত হই।

Parts of Speech- সাধারণত ৮ প্রকার:
1. Noun- নাম বা বিশেষ্য / যে শব্দ দ্বারা কোনো কিছুর নাম বোঝায়।
2. Pronoun- সর্বনাম / যাহা নামের পরিবর্তে বসে।
3. Adjective- বিশেষণ / দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ বোঝায়।
4. Verb- ক্রিয়া / যে শব্দ দ্বারা কাজ বোঝায়।
5. Adverb- ক্রিয়া বিশেষণ / যাহা কাজের বিশেষত্ব বোঝায়।
6. Preposition- Pre- পূর্বে Position- অবস্থান বা পদ্বান্বয়ী অব্যয়।
7. Conjunction- সংযোগ কারী অব্যয়।
8. Interjection- বিষ্ময়সূচক অব্যয়।

আমরা ধীরে ধীরে সকল বিষয় আলাদা করে জানবো।

Grammar সম্পর্কে পড়তে ক্লিক করুন: 👉 GRAMMAR
Letter, Alphabet & Word পড়তে ক্লিক করুন: 👉 LETTER, ALPHABET & WORD

No comments

Theme images by MichaelJay. Powered by Blogger.