Header Ads

Header ADS

Noun

নিজস্ব প্রতিবেদন🖶: মোঃ আব্দুর রউফ

Noun-বিশেষ্য


সংজ্ঞা: কোনো কিছুর নামকেই Noun বা বিশেষ্য বলে বা যে Word বা শব্দ দ্বারা কোনো কিছুর নামকে বোঝায় তখন তাকে Noun বলে। যা কিছু দৃশ্যমান এবং পরিমাপ করা যায় সবই Noun এর অন্তর্গত। যেমন:

I love a bird. Please, give me a glass of water. Rahim is a good boy. He buy few gold.

উপরের বাক্য গুলোতে চিহ্নিত অংশে দেখা যাচ্ছে Bird-পাখি, আমরা দেখতে পাই, এবং এটি একটি প্রজাতির নাম। দ্বিতীয়ত Glass ও আমরা দেখতে পাই এবং এটি একটি বস্তুর নাম। আবার Water আমরা দেখতেও পারি আবার পরিমাপও করা যায়। Rahim একটি মানুষের নাম এবং Boy একটি মানুষের প্রকারভেদের নাম। শেষের বাক্যটিতে Gold হলো একটি বস্তুর নাম যা পরিমাপ করা যায় এবং দেখা যায়। অর্থাৎ Noun কে বিশ্লেষণ করার পর একটা Common মিল খুজে পেলাম সেটা হলো সব গুলোই নাম। তবে নামের আবার একটি শ্রেণিবিন্যাস রয়েছে। তবে আর দেরি না করে দেখে নেই আমাদের এই Noun এর প্রকারভেদ।

Classification of Noun
বিশেষ্যের প্রকারভেদ

১ম দৃষ্টিকোণ থেকে
Nouns are mainly two kinds_বিশেষ্য পদ প্রধানত দুই প্রকার:

  1. Concrete Noun - বস্তুবাচক বিশেষ্য / ইন্দ্রিয় গ্রাহ্য। Rahim, Girl, Class, Gold etc.
  2. Abstract Noun - গুণবাচক বিশেষ্য / ইন্দ্রিয় গ্রাহ্য নয়। Goodness, Kindness, Happiness etc.
Concrete Noun
Definition: (The Concrete nouns are the names of those things which have an external existence, that is, which can be felt, seen, tasted, smelled with the help of the senses.)
সংজ্ঞাঃ যে Noun দ্বারা ব্যক্তি, বস্তু, জাতি বা দলের সাধারণ নাম বুঝায় তাকে Concrete Noun বলে। [Runa, Boy, Team, Army, Silver]
এই Concrete Noun কে আবার ৪ভাগে ভাগ করা হয়। যথাক্রমে:
1. Proper Noun - নির্দিষ্ট নাম
2. Common Noun - একজাতীয় সাধারণ 
3. Collective Noun - সমষ্টিবাচক বিশেষ্য
4. Material Noun - বস্তুবাচক বিশেষ্য

২য় দৃষ্টিকোণ থেকে
Nouns are mainly two kinds_বিশেষ্য পদ প্রধানত দুই প্রকার:
1. Countable Noun-গণনা করা যায়।
2. Uncountable Noun-গণনা করা যায় না।

Detailed Discussion
বিস্তারিত আলোচনা
প্রথমত, একটি বস্তুর বাহ্যিক দিক বিবেচনা করেই দুইভাগে ভাগ করা হয়েছে। যেমন ‘Pen' একটি বস্তুর নাম। যেটিকে দেখা যায়, আমরা ধরতে পারি আবার সেটি দিয়ে নিজের ইচ্ছামতো কাজও করতে পারি। আবার ‘Happiness’ এমন একটি বস্তু যাকে দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না শুধু কল্পনার সাহায্যে উপলব্ধি করা যায়।
দ্বিতীয়ত, যেসব Noun কে গণনা করা যায় তাই হলো Countable Noun। আর যাদের গণনা করা যায় না তাদেরকে বলা হয় Uncountable Noun। আমরা পরবর্তীতে বিস্তারিত জানবো ইন-শা-আল্লাহ্।
Details of Concrete Noun
Proper Noun-নির্দিষ্ট নাম
  • Proper Noun কি?
  • Proper Noun কেনো পড়বো?
  • Proper Noun কাকে বলে/ কিভাবে পড়বো?
জেনে নেই এখন আমাদের এই সাধারণ প্রশ্নগুলোর উত্তর।
  • Proper Noun- হলো ব্যক্তি, বস্তু স্থানের নির্দিষ্ট নাম।
  • যদি আমরা Proper Noun না জানি তবে আমরা SubjectObject সম্পর্কে ধারণা রাখতে পারবো না। নতুন করে বাক্য গঠনও করতে পারবো না।
  • সংজ্ঞাঃ যে Word বা শব্দ দ্বারা কোনো ব্যক্তি, বস্তু ও স্থানের নির্দিষ্ট নাম বুঝায় তাকে Proper Noun বলে। (A proper noun is the name of a particular person, things, place, or any other things.) যেমন: (Rahim, Karim, Dhaka, Gaibandha, Pen etc.)। আমরা স্বাভাবিক ভাবে বিভিন্ন গাইড বই কিংবা অনলাইনে এই বিষয়ে পড়তে পারি।

Exercise-01
1. What is Proper Noun?
2. What is call Noun?
3. How many kinds of Noun?
4. Write some example Proper Noun.

Common Noun-একজাতীয়
  • Common Noun কি?
  • Common Noun কেন পড়বো?
  • Common Noun কাকে বলে/ কিভাবে পড়বো?
জেনে নেই এখন আমাদের এই সাধারণ প্রশ্নগুলোর উত্তর।
  • Common Noun হলো একজাতীয় বা একশ্রেণীর বস্তু, ব্যক্তি বা স্থানের নাম।
  • Common Noun না পড়লে আমরা বাক্যগঠন এবং Noun এর পার্থক্য বুঝতে পারবো না।
  • সংজ্ঞাঃ যে Noun দ্বারা এক শ্রেণীর ব্যক্তি, বস্তু বা স্থানের সাধারণ নাম বুঝায় তাকে Common Noun বলে। (A common noun is one which is common to each member of a class of persons or things.) (Boy, girl, animal, bird etc.)।
Proper Noun এবং Common Noun এর মধ্যে একটি খুবই ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান। Proper Noun হলো নির্দিষ্ট নাম এবং Common Noun হলো নির্দিষ্ট নামগুলোর একজাতীয় সাধারণ নাম। 

Proper Noun Common Noun

Rose Flower

Rehana         Girl

Rafid Boy

Gaibandha District

Dhaka Division

Bangladesh Country

Padma River

Cow Animal

Crow bird

Important Note⮜

Common Noun একজাতীয় সাধারণ নাম বুঝায় কিন্তু এটি স্বাভাবিকভাবে Singular Noun। কেননা Boy দ্বারা সব ছেলেদের বুঝালেও 'boy' দ্বারা অনেক ছেলেকে নাও বোঝাতে পারে।যেমন: Rahim is a good boy . এখানে boy দ্বারা অনেককে না বুঝিয়ে একজন কে নির্দিষ্ট করে বুঝাচ্ছে। অর্থাৎ দেখতে Plural Noun মনে হলেও আসলেই Singular Noun


Collective Noun-সমষ্টিবাচক বিশেষ্য

  • Collective Noun কি?
  • Collective Noun কেন পড়বো?
  • Collective Noun কাকে বলে/ কিভাবে পড়বো?

জেনে নেই এখন আমাদের এই সাধারণ প্রশ্নগুলোর উত্তর।
  • Collective Noun হলো সমষ্টিবাচক নাম।
  • Collective Noun না পড়লে আমরা বাক্যগঠনের পাশাপাশি বাক্যের Subject and Object সম্পর্কে জানতে পারবো না।
  • সংজ্ঞাঃ যে Word বা শব্দ দ্বারা কোনো Noun বা বিশেষ্যের সমষ্টি প্রকাশ করে তাকে Collective Noun বলে। (A word that expresses a group of Nouns is called Collective Noun.) {flock (ঝাক), band (দল), cavalry (অশ্বারোহী সৈন্যদল), herd (পাল), jury (বিচার সভা বা কোর্টের আইনজ্ঞ ব্যক্তিবর্গ), crowd (জনতা), gang (দল), team (দল), party (দল), infantry (পদাতিক সৈন্যদল), fleet (রণতরী শ্রেণী), navy (নৌ সেনাদল), audience (শ্রোতৃবর্গ), committee (সভাসদবর্গ), group (দল), Class (শ্রেণী) etc.} আমরা স্বাভাবিক নিয়ম অনুসরণ করেই উপরোক্ত বিষয়গুলো অধ্যয়ন করতে পারি। 
Important Note⮜
Collective Noun যখন কোনো বাক্যের Subject বা কর্তা রূপে ব্যবহার হয় তবে ঐ বাক্যের Verb টি হয় Singular Verb, অর্থাৎ Verb টির সাথে s/es যুক্ত করতে হয়। যেমন: A group of persons is walking-একদল লোক হাঁটছে। (এখানে বাক্যটিতে are এর পরিবর্তে is ব্যবহৃত হয়েছে।)
আবার, Collective Noun যদি কখোনো সমষ্টিকে না বুঝিয়ে আলাদা আলাদা ভাবে প্রতিটি বস্তু বা ব্যক্তিকে বুঝায় তাহলে তখন তাকে Verb of Multitude বলে। এরূপ থাকলে is, was ব্যবহার না হয়ে are, were ব্যবহার হয় এবং Verb এর শেষে s/es ও যুক্ত হয় না। আবার have ব্যবহার না হয়ে has ব্যবহার হয়। (The flock (is) are divided into 4 divisions.-ঝাকটি চার ভাগে বিভক্ত হয়ে গিয়েছে) এই বাক্যটিতে আমরা দেখতে পাই একটি ঝাক ৪ ভাগে ভাগ হয়ে গিয়েছে, এজন্য এখানে Verb হিসেবে are ব্যবহার করা হয়েছে।

◆এখন আমরা উপরোক্ত বিষয়গুলো নিয়ে অনুশীলন করবো।
Exercise-02
Find correct and incorrect Sentence
1. A flock of birds are flying.
2. The jury are of the same opinion.
3. A crowd of people is making a noise.
4. The class have sixty students.
5. A cavalry was sent.
6. The jury was divided in their opinion.
7. The audience was divided in various groups.
8. A team of players came but afterwards they played against each other.
Ans: 1) Inc. 2) Inc. 3) Cor. 4) Inc. 5) Cor. 6) Inc. 7) Inc. 8) Cor.
Material Noun-বস্তুবাচক বিশেষ্য
  • Material Noun কি?
  • Material Noun কেন?
  • Material Noun কিভাবে বা কাকে বলে?
জেনে নেই এখন আমাদের এই সাধারণ প্রশ্নগুলোর উত্তর।
  • Material Noun হলো বস্তুবাচক বিশেষ্য যা একক দ্বারা পরিমাপ করা যায়।
  • Material Noun না পড়লে আমরা Concrete Noun বুঝবো না। এবং Grammar সম্পর্কে জ্ঞান অর্ধেক কম থেকে যাবে।
  • সংজ্ঞাঃ যে Word বা শব্দ দ্বারা এমন কিছু বস্তুকে নির্দেশ করে যাদেরকে গণনা করা যায় না কিন্তু কোনো একক দ্বারা পরিমাপ করা যায় তাদেরকে Material Noun বলে। (Water, Gold, Iron, Milk, Tea, Silver etc.)
আমরা একটি উদাহরণের মাধ্যমেই আমরা বিষয়টি পরিষ্কার বুঝতে পারবো। কেউ যদি ডিম (Egg) বলে তবে আমরা একটি ডিমকেই বুঝতে পারি। কিন্তু (Sugar) বা চিনি বললে আমরা কিন্তু একটি বস্তুকে বুঝি না। একটি কণাকেও বুঝি না। চিনিকে আমরা গণনা করতেও পারি না কিন্তু আমরা পাল্লা দিয়ে পরিমাপ করতে পারি। Material Noun এর পর Singular Verb ব্যবহৃত হয়।
⭆⭅এতক্ষণে আমরা সংক্ষিপ্ত ভাবে Concrete Noun এর বিবরণ জানলাম এবার আমরা আসবো Abstract Noun কে নিয়ে আলোচনা করার জন্য।⭆⭅

Abstract Noun
সংজ্ঞাঃ Abstract Noun বা গুণবাচক বিশেষ্য যা পাওয়া যায় না, ধরা যায় না, ছোয়া যায় না, গন্ধ নেয়া যায় না, শ্রবণ করা যায় না শুধু কল্পনা করা যায় তাকেই Abstract Noun বলে। 
[honesty (সততা), boyhood (বাল্যকাল), justice (ন্যায়), heroism (বীরত্ব) etc.]

Abstract Noun কয়েকটি ভাবে পাওয়া যায়। আমরা আজকে Common Noun এবং Adjective থেকে কিছু Abstract Noun দেখবো।
Common Noun থেকে:
Common Noun       Abstract Noun

Agent (প্রতিনিধি) agency (প্রতিনিধিত্ব)

Boy (বালক) boyhood (বাল্যকাল)

Child (শিশু) childhood (শৈশব)

Girl (বালিকা) girlhood (শৈশব-স্ত্রীলিঙ্গ)

Man (মানুষ) manhood (মানবতা)

Friend (বন্ধু) friendship (বন্ধুত্ব)

Hero (নায়ক) heroism (বীরত্ব)

Infant (শিশু) infancy (শৈশব)

father (পিতা) fatherhood (পিতৃত্ব)

mother (মা) motherhood (মাতৃত্ব)

slave (দাস) slavery (দাসত্ব)

thief (চোর) theft (চৌর্যবৃত্তি)

robber (ডাকাত) robbery (ডাকাতি)

student (ছাত্র) studentship (ছাত্রত্ব)

তাহলে উপরে আমরা দেখলাম যে common noun এর সাথে যদি আমরা ism, hood, y, ship ইত্যাদি যুক্ত করি তবে সেগুলো abstract noun এ রূপান্তরিত হয়।

Adjective থেকে:

Adjective              Abstract Noun

poor (গরিব)                                    poverty (দারিদ্র)

anxious (চিন্তিত)                                     anxiety (দুঃশ্চিন্তা)

stupid (বোকা)                                     stupidity (বোকামি)

beautiful (সুন্দর)                                     beauty (সৌন্দর্য)

deep (গভীর)                                     depth (গভীরতা)

fat (মোটা)                                     fatness (বিশালতা)

long (লম্বা)l                                     Length (দৈর্ঘ্য)

high (উচ্চ)                                      height (উচ্চতা)

young (যুবক)                                     youth (যৌবন)

clever (চালাক)                             cleverness (চালাকি)

true (সত্য)                                     truth (সত্যতা)

wide (প্রশস্ত)                                     width (বিস্তার)

wise (জ্ঞানী)                                     wisdom (জ্ঞান)


Verb থেকে:

Verb         Abstract Noun

advise (উপদেশ দেয়া)                                                            advice (উপদেশ)

believe (বিশ্বাস করা)                                                               belief (বিশ্বাস)

give (দেয়া)                         gift (উপহার)

laugh (হাসা)                         laughter (হাসি)

live (বাস করা, বেঁচে থাকা)                 life (জীবন)

practise (অনুশীলন করা)                                                        practice (অনুশীলন)

think (ভাবা, চিন্তা করা)                 thought (ভাবনা, চিন্তা)

see (দেখা)                         sight (দৃশ্য, দৃষ্টি)

arrive (আগমণ করা)                 arrival (আগমণ)

know (জানা)                         knowledge (জ্ঞান)

educate (শিক্ষা দেয়া)                 education (শিক্ষা)

govern (শাসন করা)                 government (সরকার)

hate (ঘৃণা করা)                 hatred (ঘৃণা)

choose (বাছাই করা)                 choice (বাছাই)

obey (মান্য করা)                         obedience (মান্যতা)

serve (সেবা করা)                         service (সেবা)

discuss (আলোচনা করা)                 discussion (আলোচনা)

examine (পরীক্ষা করা)                 examination (পরীক্ষা)

deduct (বিয়োগ করা)                 deduction (বিয়োগ)

multiply (গুণ করা)                         multiplication (গুণন)

amplify (সম্প্রসারিত করা)                 amplification (সম্প্রসারণ)

Some Exercise

Give the Noun from of the following: Serve, choose, stupid, govern, hate, hero, mother, thief

আমরা এখন গণনযোগ্যতা অনুসারে শ্রেণিবিভাগ সম্মন্ধে জানবো:


Countable Noun

সংজ্ঞাঃ যে সকল Noun কে গণনা করা যায় সেই সকল Noun কে Countable Noun বলে। (Flower, child, book, pen, star, river, tiger, home, kalam etc.)


Uncountable Noun

সংজ্ঞাঃ যে সকল কে গণনা করা যায় না, কিন্তু অন্য কোনো উপায়ে পরিমাপ করা যেতে পারে সেই সকল কে বলে। (water, wood, forgiveness, salt, virtue, honesty, air, sight, beauty etc.)


S.S.C সিলেবাসের জন্য এতটুকু জানার প্রয়োজনীয়তা আছে। এর বেশী জানার প্রয়োজনীয়তা নেই। পুরো Grammar জানার জন্য আমাদের সাথে থাকুন ইন-শা-আল্লাহ।


Grammar সম্পর্কে জানতে ক্লিক করুন: ⮞ GRAMMAR

Letter, Alphabet & Word সম্পর্কে জানতে ক্লিক করুন: LETTER, ALPHABET & WORD

Parts of Speech সম্পর্কে জানতে ক্লিক করুন: ⮞ PARTS OF SPEECH

No comments

Theme images by MichaelJay. Powered by Blogger.