Pronoun
Source-উৎস: A passage to the English Language (Grammar Book)
বাক্যগুলোতে প্রতিটিতেই Rana নামটি উল্লেখ আছে এবং যা শুনতে ভালো লাগতেছে না। এবং বাক্যগুলোও একটি Paragraph এর জন্য গ্রহণযোগ্য না। এবার নিচের বাক্যগুলো পড়ি__👇
Rana is a good student. He reads in class ten. He is going to market. He eats rice everyday and he goes to school regularly.
এখন বাক্যগুলো আমরা পড়তে গেলে যেমন সুন্দর লাগতেছে সেই সাথে সুন্দর লাগতেছে বাক্য গঠণপদ্ধতি। এবং বাক্যগুলো অনেক গ্রহণযোগ্য। Rana নামটির জন্য নিচের বাক্যগুলোতে He ব্যবহার করা হয়েছে। এমন ভাবে বাক্যে নামের পরিবর্তে ব্যবহৃত শব্দই হলো Pronoun।
আমরা এবারে বিস্তারিত আলোচনা করবো।
- He is Mr. Raju.
- He reads in class nine.
- He is 14 years old.
- His father is a doctor and his mother is a homemaker.
- He has a younger sister.
- Her name is Nipa.
- She is in class six.
- She is only 11 years old.
- I know Mr. Raju.
- Do you know about Raju's future plan?
- What is your name? - (তোমার নাম কি?)
- Where are you live? - (তুমি কোথায় বসবাস করো?)
- How are you? - (তুমি কেমন আছো?)
- Whose pen is this? - (এটি কার কলম?)
- Which is your phone? - (তোমার ফোন কোনটি?)
এবার যদি এই বাক্য দুইটা দেখি?
- What a amazing bird is! - (কি আশ্চর্যজনক পাখি!)
- How beautiful girl she is! - (মেয়েটা কত সুন্দর!)
উপরের বাক্যগুলোর গঠন প্রণালী দেয়া হলো:
নিচের বাক্যগুলোর গঠন প্রণালী দেয়া হলো:
তাহলে প্রশ্নবোধক সর্বনাম হবার একটা বিশেষ শর্ত হলোঃ Interrogative Pronoun+Auxiliary verb এমন গঠন হতে হবে।
সংজ্ঞাঃ স্বাভাবিক ভাবে অনেক গুলো বস্তু/ব্যাক্তি থেকে বাছাই করে বিশেষ ভাবে ভাগ করাই হলো Distributive Pronoun।
- All of boy eat rice. (ছেলেরা সবাই ভাত খায়।)
- Each of boy eat rice. (প্রতিটি ছেলে ভাত খায়।)
আমরা আরও একটি উদাহরণের মাধ্যমে বিষয়টি ক্লিয়ার হবার চেষ্টা করি।
- Either of the two girls is beautiful - মেয়ে দুটির যে কোনো একটি সুন্দর।
- There are two cat; neither is ugly - দুটি বিড়াল আছে; কোনটিই কুৎসিত নয়।
- This is my shirt - (এই শার্টটি আমার।)
- That is your house - (ওই বাড়িটি তোমার।)
- These are ugly crows - (এইগুলো কুৎসিত কাক।)
- Those are nice flowers - (ওইগুলো সুন্দর ফুল।)
সংজ্ঞাঃ যে Pronoun দুটি বাক্য অথবা শব্দের মাঝে সম্পর্ক স্থাপন করে তাকে Relative Pronoun বলে।
- What is your name? - তোমার নাম কি?
- I do not understand what are you say - আপনি কি বলছেন আমি বুঝতে পাচ্ছি না।
প্রথম বাক্যটির দিকে তাকাও দেখো সেটি দ্বারা প্রশ্ন বুঝাচ্ছে। কিন্তু দ্বিতীয় বাক্যটির দিকে তাকাও দেখতে পাবে এটিতেও What আছে কিন্তু তা কিন্তু প্রশ্ন করতেছে না বরং সেটি বর্ণনা বুঝাচ্ছে। এবং What দ্বারা দুটি বাক্যকে একটি বাক্যে রুপান্তর করা হয়েছে তাই এটি একটি Relative Pronoun । এরকম আরও কয়েকটি বাক্য:
- I know the man who came yesterday.
- He told me that he was eating a banana.
- This is my mobile which I bought it last year.
- This is the girl whom I saw her yesterday.
- He is poor but he is very honest.
- I have to in my house or office.
- I eat rice and drink a glass of water.
- The eleven students love one another.
- The four sisters help each other.
- I will kill myself - (আমি আত্মহত্যা করব।)
- He killed himself - (সে আত্মহত্যা করেছিলো।)
- You hurt yourself - (তুমি নিজেকে আঘাত করলে।)
- Allah helps them who help themselves - (আল্লাহ তাদের সাহায্য করেন যারা নিজেদেরকে সাহায্য করে।)
- Some boys are playing cricket in the field.
- Many person saw that accident.
- Any students can give answer in my question.
- None can do this sum.
- I need some money.
আপনারা Grammar সম্পর্কে জানতে ক্লিক করুন: ➤ Grammar
Noun সম্পর্কে জানতে ক্লিক করুন: ➤ Noun
Parts Of Speech সম্পর্কে জানতে ক্লিক করুন: ➤ Parts Of Speech
Letter, Alphabet and Word সম্পর্কে জানতে ক্লিক করুন: ➤ Letter, Alphabet and Word
No comments