Header Ads

Header ADS

The Grammar-ব্যকরণ

Grammar Part

যে বই পাঠ করলে ইংরেজি (English) ভাষা শুদ্ধভাবে লিখতে, পড়তে এবং বলতে পারা যায় তাকে ব্যকরণ (Grammar) বলে। 

(The books which read, write and speak the English language correctly are called grammar books.)

আমরা এই ব্যকরণ (Grammar) সঠিক ভাবে পড়তে চাইলে অনেক গুলো টপিক ও লিসন সম্পর্কে আমাদের বিশদ ধারণা থাকতে হবে। গ্রামার সাধারণত খুব গুরুত্ব পুর্ন একটা বিষয় ইংরেজি জানার জগতে। ইংরেজির আত্মা বলা হয় Grammar-কে। গ্রামার না হলে ইংরেজি জানা খুব কঠিন সকল ছাত্রদের জন্য। তবে ইন-শা-আল্লাহ এই সাইটে সবথেকে সহজ ভাবে উপস্থাপনের চেষ্টা করবো। সঠিক ভাবে গ্রামার জানতে চোখ রাখুন আমাদের সাইটে।

(আমরা যে ছবিটি দেখতে পাচ্ছি সেটি হলো একটি Grammar বইয়ের ছবি। লেখক আমার পরিচিত এবং ছোটবেলায় আমার শিক্ষক ছিলো। এই বই টি কাজে দেবে এইচ.এস.সি এবং এ্যাডমিশনের জন্য ইন-শা-আল্লাহ। বইটিতে অনেক সুন্দর ভাবে বিনস্ত করা হয়েছে সকল বিষয় গুলোকে।)

Textbook Analysis

গ্রামারের প্রধান জানার বিষয়গুলো হলো যথাক্রমেঃ
  • Letter & Alphabet:
  • Parts of Speech: {Noun (নাম), Pronoun (সর্বনাম), Adjective (বিশেষণ), Verb (ক্রিয়া), Adverb (ক্রিয়া বিশেষণ), Preposition (পূর্বের অবস্থা)/(পদ্বান্বয়ী অব্যয়), Conjunction (সংযোজন অব্যয়), Interjection (বিষ্ময়সূচক অব্যয়)}
  • Sentence: {Form of Sentence: 1. Simple (সরল বাক্য) 2. Complex (জটিল বাক্য) 3. Compound (যৌগিক বা মিশ্র বাক্য} {Kinds of Sentence: 1. Assertive (বর্ণনামূলক বাক্য) 2. Interrogative (প্রশ্নবোধক বাক্য) 3. Imperative (অনুজ্ঞাসূচক বাক্য) 4. Optative (প্রার্থনামূক বাক্য) 5. Exclamatory (বিষ্ময়সূচক বাক্য)}
  • Tenses: 1. Present Tense-(বর্তমান কাল) 2. Past Tense-(অতীত কাল) 3. Future Tense-(ভবিষ্যৎ কাল)
  • Voice: Active Voice-(কর্তৃবাচ্য), Passive Voice-(কর্মবাচ্য)
  • Narration: Direct Narration-(প্রত্যক্ষ উক্তি) Indirect Narration-(পরোক্ষ উক্তি)
  • Changing Sentence:
  • Right Form of Verb:
  • Phrases & Clauses:
  • Conditional:

Textbook Analysis
  • Punctuation & Capitalization:
  • Suffix & Prefix:
  • Tag Question:
  • Completing Sentence:
  • Gap Filling:
  • Number & Gender: Singular - (একবচন) Plural - (বহুবচন)____Masculine-(পুংলিঙ্গ) Feminine-(স্ত্রী লিঙ্গ) Common-(উভয় লিঙ্গ) Neuter-(ক্লীব লিঙ্গ)

Textbook Analysis

Composition Part
প্রধান প্রধান অংশ গুলো হলোঃ
  • Letter & Paragraph
  • Application & CV
  • E-mail & Formal Letter
  • Dialogue
  • Composition

No comments

Theme images by MichaelJay. Powered by Blogger.