Header Ads

Header ADS

শিক্ষক’দের নিয়ে লেখা ”সমসাময়িক” কবিতা;


কবিতা



 শিরোনামঃ শিক্ষা গুরু

কলমে: মোঃ আব্দুর রউফ

উৎস্বর্গ: পিয়ারাপুর আই.জি.এম স্কুল এ্যান্ড কলেজ

গোবিন্দগঞ্জ, গাইবান্ধা


শিক্ষা দিয়েছে যারা তাদের জানাই হাজার সালাম।

করেছে মানুষ তারা লক্ষ শিশু, কষ্ট করেছে তারা দিয়েছেন শ্রম।

জ্ঞানের বিকাশে তারা শতভাগ সেরা,

বুঝিয়ে আদর দিয়ে করে নেন পড়া,

ভালোবাসে তবুও রাখে কড়া শাসনে।

বাইরে লোহা মতো, মমতা মনে।


পড়াশোনা, শৃঙ্খলা, আচরণ, ব্যবহার।

উদার মানসিকতা অংশ শিক্ষার।

শিক্ষক পারে সব, তিনি তো কারিগড়,

শিখিয়ে দেন সবি, ভেঙ্গে দেন সব ডর,

হিংসা, অহংকার, কটুকথা বেয়াদবি।

শাসনের মাধ্যমে ভুলিয়ে দেন সবি।

জ্ঞানের রাজা তিনি, হাসির নবাব, তিনি বাস্তব, তিনিই নায়ক।

তিনিই শিক্ষাগুরু, সমান পিতার, বিদ্যালয় পথের অবিভাবক।


বারবার চাই সেই মমতার হাত,

যেই হাতে দেখিয়েছেন আগামীর পথ,

আপনাকে জানাই আমি হাজার সালাম।

কিভাবে মিটাবো স্যার আপনার অবদান।

সেই স্মৃতি মনে হলে ভেসে যায় বুক,

দেখলে আপনাদের মনে পাই সুখ,

আপনাতে হয়েছে আমার শিক্ষাজীবন শুরু।

আপনি স্বার্থহীন, আপনি সেরা, আমার প্রিয় শিক্ষাগুরু।


নিয়মিত কবিতা পড়তে আমাদের পাশেই থাকুন। সেই সাথে থাকছে প্রতিদিনের সংবাদ, সারাদেশ।

No comments

Theme images by MichaelJay. Powered by Blogger.