Header Ads

Header ADS

কনফিউশান কি?

 



কনফিউশান কি?

উত্তরঃ কনফিউশান হলো সিদ্ধান্ত নিতে দুশ্চিন্তায় থাকা। একটি সহজ বিষয়েও সিদ্ধান্ত নিতে দ্বিধাগ্রস্ত থাকা। স্বাভাবিক ভাবে উদাহরণের মাধ্যমে এই বিষয়টি ক্লিয়ার হওয়া যাক।

  •         উদাহরণঃ ১। আমি স্কুলে যাবো! এ জন্য খেয়ে বের হয়ে রাস্তার মধ্যে হঠাৎ মনে হলো বৃষ্টি আসবে। শুরু হলো দুশ্চিন্তা। ফিরে এলাম বাড়িতে, হাতে ছাতা নিয়ে আবার হাটতে শুরু করলাম স্কুলের পথে। হাতে থাকা ফোনটি বের করে নেট অন করতেই দেখি ঘুর্ণিঝড়ের পূর্বাভাস। হঠাৎ মনে হলো যদি দক্ষিণাঞ্চল থেকে সজোরে বাতাস আমার এলাকায় আসে তবে তো আমি ছাতাতে নিজেকে রক্ষা করতে পারবো না। হঠাৎ আকাশে বিদ্যুৎ চমকানোর বিষয়টা খেয়াল করে আমি ঘাবড়ে গেলাম। এবং এক পর্যায়ে আমি বাড়ি চলে আসলাম।
এবার আরেকটি উদাহরণ দেখে নেয়া যাকঃ

  •         উদাহরণঃ ২। আমার জ্বর এসেছে। হঠাৎ মনে হলো ডাক্তারের কাছে যাওয়া উচিত, এই ভেবে ডাক্তারের কাছে গেলাম। ঔষধ আনলাম কিন্তু বাড়ি আসার পর মনে হলো সর্দি লাগবে! আবার গেলাম ডাক্তারের কাছে। তারপর আবার ঔষধ আনলাম বাড়ি এসে মনে হচ্ছে আমার কাশি হবে। এমন একটার পর একটা সমস্যা চলতেই থাকে। অর্থাৎ বারবার এই দ্বিধাদ্বন্দ একসময় মানসিক ভাবে অসুস্থ করে ফেলে। 
উপরের উদাহরণ থেকে একটি বিষয়ে আমরা নিশ্চিত পড়াশোনা নিয়ে কোনো রকম দুশ্চিন্তা মানুষের মানসিক বিষয়ে অনেক বড় আঘাতের কারণ। আসলে আমরা মানুষ সাদামাটা জীবন যাপন করতে পছন্দ করি। এই জীবনে কোনো ধরনের কনফিউশান থাকলে কোনো কাজে সফলতা অর্জন সম্ভব না। সফলতার কামনা করলে কনফিউশান থেকে বের হতে হবে। আমার বন্ধু বেগম রোকেয়াতে চান্স পাইছে আমি পাইনাই আমার দ্বারা আর মনে হয় কিছু হবে না। এমন চিন্তা ভাবনা গুলোও জীবনের অনেক বড় ক্ষতি সাধন করে। যা হইছে আলহামদুলিল্লাহ । এই বলেই সামনের দিকে এগুতে হবে। এবং সামনের পথ আল্লাহ প্রসস্থ করে ‍দিবেন ইন-শা-আল্লাহ।

No comments

Theme images by MichaelJay. Powered by Blogger.