মার্কেটিং ও লোগো!
ডিজিটাল মার্কেটিং- বর্তমানে এই শব্দটির সাথে পরিচিত নন এমন মানুষ খুবই কমই রয়েছে। যারাই আজকাল ফেসবুক নামক সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করেন আশা রাখছি সকলেই ডিজিটাল মার্কেটিং সম্পর্কে সকলেই কিছু না কিছু জানেন। যারা জানেন না তাদের আমি এখন জানিয়ে দিচ্ছি। আশা করছি আজকের প্রতিবেদনটি সকল পাঠকদের জন্য অনেক জরুরী হবে। এবং এই পোস্টের মাধ্যমে আমরা লোগো কনসেপ্ট সম্পর্কে জানবো।
মার্কেটিং কি?
মার্কেটিং কিভাবে করতে হয়?
মার্কেটিং এর সুবিধা কি?
আজকে আমরা এই পোস্ট এর মাধ্যমে মার্কেটিং নিয়ে সকল সমস্যা সমাধানের চেষ্টা করবো ইন-শা-আল্লাহ। আমি সাথে আছি মোঃ আব্দুর রউফ- নিজস্ব প্রতিবেদন।
অনেকের কাছে কম্পিউটার আতঙ্কের নাম আবার অনেকেরই ইনকামের প্রধান রাস্তা হলো কম্পিউটার। আজকাল অনেকে অনলাইনে কাজ করে সফলতা অর্জন করছেন আবার অনেকে ভুল স্থানে কাজ করার ফলে গুনছেন নিজের ভূলের মাশুল। আর নয় এই বিষয়ে না জেনে কাজ করা। আসুন এবার জেনে সঠিক ভাবে কাজ করার চেষ্টা করি।
মার্কেটিং:- শব্দটি সকলের কাছে অতি পরিচিত। অনেকেই এই শব্দটির সাথে প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে জরিত। অনেক ব্যক্তি এই কাজ করেই নিজেদের জীবিকা নির্বাহ করছে। তবে বর্তমান বাংলাদেশের বেশির ভাগ মার্কেটিং সিস্টেম জুরে আছে সরাসরি অফলাইন পদ্ধতিতে। যার জন্য এখনো অনেক অর্থনৈতিক ঘাটতির শিকার হচ্ছে দেশটি। সেই সাথে ঘাটতি হচ্ছে নিজের অর্থনৈতিক অবস্থারও।
কিছু দিন আগের কথা একজন অফলাইন মার্কেটারকে জিজ্ঞেস করলাম ভাই আপনার বেতন কতো। তখন সে উত্তর দিলো সেলের কাজ ভাই টার্গেট পুরণ না করতে পারলে নিজের পকেট থেকে ঘাটতি পুরণ করতে হয়। মানুষের কথা শুনে হোক আর যে কারণেই হোক না কেন আমি এই কাজ সামান্য বেতনেই করতেছি এছাড়া চাকরি কই পাবো আর ভাই। এমন কথপোকথন অনেক ফিলড মার্কেটার বলবে নিজের অভিজ্ঞতা থেকে। কারণ আমি নিজেও অনেক সময় দেখতে পাই তাদের কাজ। এভাবে কাজ করা টা আসলেই অনেক কষ্টের। কিন্তু একই কাজ যদি বিশ্বস্ততার সাথে অনলাইনে করা যায় তবে অনেক সুবিধার পাশাপাশি আর্থিক ভাবেও সাবলম্বী হওয়া সম্ভব বলে স্বিকার করছি।
❤আসলে মার্কেটিং হলো কোনো একটি নির্দিষ্ট পণ্যকে কেন্দ্র করে সেই পণ্যের কার্যকরি কারণগুলো বর্ণনা করে লোকের কাছে অর্থের বিনিময়ে পৌছে দেয়ার নামই হলো মার্কেটিং। (“যেমন আমাকে কেউ একজন বললো এইটা একটা কলম এটা তোমাকে ৬ টাকায় বিক্রি করতে হবে। এটি অন্য কলমের থেকে অনেক বেশি ভালো ও সক্রিয়। তাই ১ টাকা করে বেশি নিয়ে বিক্রি করতে হবে। এখন তবে আমাকে কলমটি সম্পর্কে রিসার্স করতে হবে । তারপর সেই পণ্যটিকে আমি মানুষের কাছে পৌছাতে পারবো। এখন আমি এই পণ্যটি যে পদ্ধতিতে পৌছাবো সেই পদ্ধতির নামই হলো মার্কেটিং। ”)
আবার বলতে পারি আমার নিজের একটা অভিজ্ঞতা আছে আমি যেটা বিক্রি করতে চাই, উদাহরণ হিসেবে ধরে নিলাম সেটি একটি লোগো। আমি লোগো ডিজাইন পারি এখন আমি এই লোগো বিক্রি করতে একটা মানুষের কাছে যে যে বিষয় আলোচনা করে তাকে নেবার জন্য উদ্বুদ্ধ করবো । এবং সে নিলে আমি ভালো একটা এ্যামাউন্ট পাবো। কিন্তু সরাসরি এটা আমি বিক্রি করতে পারবো না। তাহলে এর ব্যবসাটা আমাকে অনলাইনেই করতে হবে। এটাও একটা মার্কেটিং। অর্থাৎ যেকোনো মার্কেটপ্লেসে টিকে থাকতে যে কোনো ধরনের কাজ করে জনপ্রিয়তা অর্জন করাই মার্কেটিং। বর্তমানে বিজ্ঞাপনের মাধ্যমে এই অনলাইন মার্কেটিং অনেকটা সহজ হয়ে গেছে। আমরা আরেকটি ভাষায় বলতে পারি মার্কেটিং মানে পণ্যের গুনগত মান প্রচার করা। গুনগত মান উল্লেখ না করে কোনো পণ্যের মার্কেটিং সম্ভব নয়।
মার্কেটিং এর অনেক সুবিধা রয়েছে। যেমন ধরেন আমার এলাকাতে পাশাপাশি দুইটি দোকান আছে এবং দুইটি দোকানেই একই রকম পন্য বিক্রি করা হয়। কিন্তু স্বাভাবিক ভাবে একজনের কাছে ক্রেতা অনেক বেশি আসে আরেকজনের কাছে ক্রেতা অনেক কম। এর কারণ হলো মার্কেটিং সিস্টেম। আমি একটা মানুষকে যতটা কম সময়ে কনভেন্স করতে পারবো ঠিক ততটাই দ্রুত আমি পন্য বিক্রি করতে পারবো। এখানে পাশাপাশি দুইটি দোকান আছে দেখা যাচ্ছে একটা তেলের বতল হাতে নিয়ে কাস্টমার জিজ্ঞেস করলো আচ্ছা ভাই এই তেলের উপকারীতা কি? এখন প্রশ্ন হচ্ছে আমি যদি সেই তেলের গুণগত মানের বিশ্লেষন না করতে পারি তবে কিন্তু সে আমার থেকে তেলটি নিবে না। কারণ তার পছন্দ না হলে সে অবশ্যই আমার প্রস্তাব প্রত্যাখ্যান করতে দ্বিধা করবে না। আবার গ্রামিণ সিম দুইটি দোকানেই পাওয়া যায় কিন্তু একটি দোকান মাঝে মাঝেই সিমের মেলা দেয় যেখানে কাস্টমার উদ্বুদ্ধ হয় এবং সকলে সেই দোকানেই যাবার চেষ্টা করে। প্রচারেই প্রসার । যদি প্রচার করা যায় তবে বিক্রি দ্রুততার সহিত সম্পন্ন হয়। অর্থাৎ আমরা আজকে এই প্রতিবেদন থেকে একটা শিক্ষা নিতে পারি যে, মার্কেটিং করতে গেলে প্রচার করে নিজের পরিচিতির প্রসার ঘটানো উচিত। তবে মার্কেটিং সহজতর হয়।
আরও পড়তে ক্লিক করুন:
No comments