Letter, Alphabet & Word
Letter, Alphabet & Word
বর্ণ ও বর্ণমালা
Letter-বর্ণ
সংজ্ঞাঃ ইংরেজী ভাষা লিখে প্রকাশের জন্য যে সকল চিহ্ন বা প্রতিক ব্যবহার করা হয় তাকে Letter বা বর্ণ বলে।
ইংরেজি পড়া ও শেখার সর্ব প্রথম ধাপ বলা হয় এই Letter কে। বাংলা ভাষা লেখার জন্য আমরা ব্যবহার করে থাকি অ, আ, ক, খ ইত্যাদি চিহ্ন গুলো। (আমরা এই চিহ্ন গুলোকে চিনি বিধায় এগুলোর আলাদা নামকরণ হয়েছে। কিন্তু আমরা যদি না চিনতাম তবে এগুলোও হতো একটা চিহ্ন বা প্রতিক।) একই ভাবে ইংরেজি ভাষাকে লেখার জন্যও আমরা কিছু চিহ্ন বা প্রতিক ব্যবহার করে থাকি। যেগুলো যথাক্রমে:- Aa, Bb, Cc, Dd, Ee, Ff, Gg, Hh, Ii, Jj, Kk, Ll, Mm, Nn, Oo, Pp, Qq, Rr, Ss, Tt, Uu, Vv, Ww, Xx, Yy, Zz. ইংরেজি Letter বা বর্ণ ২৬টি।
Alphabet-বর্ণমালা
সংজ্ঞাঃ ইংরেজী Aa থেকে Zz পর্যন্ত ২৬ টি বা বর্ণকে একত্রে Alphabet বলে।
Alphabet are of two kinds, there are (Alphabet দুইপ্রকার, যেমন)
- Vowel- স্বরবর্ণ (Aa, Ee, Ii, Oo, Uu)
- Consonant- ব্যঞ্জনবর্ণ {Bb, Cc, Dd, Ff, Gg, Hh, Jj, Kk, Ll, Mm, Nn, Pp, Qq, Rr, Ss, Tt, Vv, Xx, Zz(Ww, Yy)}
- Vowel- স্বরবর্ণ কি?
- Vowel- স্বরবর্ণ কেন পড়বো?
- Vowel- স্বরবর্ণ কিভাবে পড়বো?
উত্তর:
- যে Letter বা বর্ণ গুলো সাধারণত নিজে নিজে উচ্চারিত হতে পারে এবং অন্যকে উচ্চারিত হতে সাহায্য করতে পারে তাকে Vowel- স্বরবর্ণ বলে।
- Vowel- স্বরবর্ণ ছাড়া শব্দ গঠন সম্ভব নয়। এবং Vowel- স্বরবর্ণ ছাড়া শব্দ কখোনো অর্থপূর্ণ হয় না। এবং শব্দ গঠন না হলে মনের ভাব প্রকাশও হবে না। তাই Vowel- স্বরবর্ণ এর গুরুত্ব অনেক।
- প্রথমে আমরা বর্ণ সম্পর্কে জানবো। তারপর বর্ণমালা এবং Vowel- স্বরবর্ণ জানবো।
- Consonant- কি?
- Consonant- ব্যঞ্জনবর্ণ কেন পড়বো?
- Consonant- ব্যঞ্জনবর্ণ কিভাবে পড়বো বা কাকে বলে?
উত্তর:
- Consonant হলো ব্যঞ্জনবর্ণ। উচ্চারণের জন্য Vowel এর উপর নির্ভরশীল।
- ব্যঞ্জনবর্ণ না জানলে শব্দ গঠন করতে পারবো না। ব্যঞ্জনবর্ণের সঠিক উচ্চারণ না জানলে দেখে দেখে ইংরেজী পড়তেও অনেক ঝামেলা পোহাতে হবে।
- যে বর্ণ গুলো কারো সাহায্য ছাড়া নিজে নিজে উচ্চারিত হতে পারে না, উচ্চরণের জন্য Vowel-এর উপর নির্ভরশীল তাকে Consonant বলে।
- Word কি?
- Word কেনো পড়বো?
- Word কিভাবে পড়বো বা কাকে বলে?
উত্তর
- Word ইংরেজী শব্দ। Word এর অর্থ হলো শব্দ।
- Word যদি না পড়ি তবে আমরা Parts of Speech পড়তে পারবো না। বাক্য গঠন করতে পারবো না। সর্বপরি ইংরেজীও জানবো না।
- কয়েকটি বর্ণ পাশাপাশি বসে যখন একটি নির্দিষ্ট অর্থ প্রকাশ করে তখন তাকে Word বা শব্দ বলে। আমরা আমাদের পড়াশোনা একেবারে গোড়া থেকে শুরু করবো। তবেই ইন-শা-আল্লাহ আমরা কিছু শিখতে পারবো।
No comments