Adjective
নিজস্ব প্রতিবেদন🖨: মোঃ আব্দুর রউফ
Adjective-বিশেষণ
- Adjective কি?
- Adjective কেনো?
- Adjective কাকে বলে?
আমরা উত্তর গুলো খোঁজার চেষ্টা করি।
- Adjective হলো বিশেষণ। যার অর্থ দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ।
- Adjective না পড়লে আমরা (Degree) পড়তে পারবো না।
- যে Word বা শব্দ দ্বারা Noun বা Pronoun এর দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বুঝায় তাকে Adjective বলে।
এবার তবে উদাহরণ জেনে নেয়া যাক।
(Good, bad, five, a, the, first, much etc)
এবারে সংক্ষিপ্তভাবে Adjective এর বিস্তারিত আলোচনা করি।
Short Details of Adjective
Adjectives are of four types_বিশেষণ চার প্রকার।
1. Adjective of Quality - গুণবাচক বিশেষণ (Good, bad, beautiful, weak, ugly, nice etc.)
2. Adjective of Quantity - পরিমাণ বাচক বিশেষণ (much, little, whole, some, enough etc.)
3. Adjective of Number - সংখ্যাবাচক বিশেষণ (one, two, three, four, first, second, third etc.)
4. Pronominal Adjective - সর্বনাম বাচক বিশেষণ (this, that, each, every etc.)
Adjective of Quality
সংজ্ঞাঃ যে Word বা শব্দ দ্বারা Noun এবং Pronoun এর দোষ, গুণ ও অবস্থা প্রকাশ করা হয় তাকে Adjective of Quality বলে।
- Abdur Rahim is a good boy. - আব্দুর রহিম একজন ভালো ছেলে।
- Runa is a beautiful girl. - রুনা অনেক সুন্দর বালিকা।
- I am very weak today. - আমি আজকে অনেক দুর্বল।
- Rana is a bad boy. - রানা একজন খারাপ ছেলে।
- The crow looks very ugly. - কাকটি দেখতে খুব কুৎসিত।
উপরের বাক্যগুলো খেয়াল কর: প্রথমটিতে (Good) - ভালো এবং দ্বিতীয়টিতে (Beautiful) - সুন্দর দুইটিই একটি মানুষের অর্থাৎ Noun এর গুণ প্রকাশ করতেছে। কিন্তু তৃতীয় বাক্যটি আবার Pronoun এর অবস্থা বুঝাচ্ছে। এবং পরের দুটি (bad) খারাপ এবং (ugly) কুৎসিত এর দোষ প্রকাশ করতেছে।
Adjective of Quantity
- I need much money. - আমার অনেক টাকা দরকার।
- There is a little oil in the glass. - গ্লাসে সামান্য তৈল আছে।
- The whole students were crying. - পুরো শিক্ষার্থীরা কান্নায় ভেঙে পড়ে।
- Give me some money. - আমাকে কিছু টাকা দিন।
- There is no pens in my bag. - আমার ব্যাগে কোনো কলম নেই।
উপরের বাক্যগুলো খেয়াল কর: এখানে প্রতিটি বাক্যে অনির্দিষ্টভাবে Noun বা Pronoun এর পরিমাণ প্রকাশ করা হচ্ছে।
Adjective of Number
সংজ্ঞাঃ যে Word বা শব্দ দ্বারা Noun বা Pronoun এর সংখ্যা প্রকাশ করা হয় তাকে Adjective of Number বলে।
- I have four cow. - আমার চারটি গরু আছে।
- You buy two car. - তুমি দুটি গাড়ি ক্রয় করো।
- Raju is reach his goal in second position. - রাজু দ্বিতীয় স্থানে তার লক্ষে পৌঁছায়।
- He is my unty's tenth child. - সে আমার আন্টির দশতম সন্তান।
উপরের বাক্যগুলো খেয়াল কর: এখানে প্রতিটি বাক্যে একটি সংখ্যা প্রকাশ করতেছে।
Pronominal Adjective
সংজ্ঞাঃ যে Pronoun গুলো কোনো Noun এর পূর্বে ব্যবহৃত হয়ে Adjective এর মতো কাজ করে তাকে Pronominal Adjective বলে।
- This is a pen.
- That is a pen.
বাক্যদুটোতে This ও That স্বাভাবিকের ন্যায় Demonstrative Pronoun হিসেবে ব্যবহৃত হয়েছে। এবার নিচের বাক্যদুটো খেয়াল করি:
- This pen is mine.
- That man is mad.
এই বাক্য দুটিতেও This ও That ব্যবহার হয়েছে। কিন্তু এই বাক্যদুুটিতে This ও That মোটেই Pronoun নয়। কারণ পাশাপাশি Noun এবং Pronoun বসলে মাঝে একটি কমা ব্যবহার করতে হয় কিন্তু এখানে কোনো কমা নেই এর কারণ হলো এখানে এই This এবং That হলো Pronominal Adjective। এই কথাটি মনে রাখবে যে পাশাপাশি যদি একটি Noun ও Pronoun থাকে তবে যদি Pronoun টি Noun এর আগে বসে তবে সেটি অবশ্যই Pronominal Adjective।
আরও জানতে ক্লিক করুন:
To Know More About Our Work- Visit- Islamic Music Wave & Md. Abdur Rauf
Website:- Islamic Music Wave
No comments