Verb
নিজস্ব প্রতিবেদন🖶: মোঃ আব্দুর রউফ
Verb - ক্রিয়া
Parts of Speech_এর অন্যতম প্রধান বিষয় হলো Verb। কেননা Verb ছাড়া কোনো ভাবেই কখোনো Sentence বা বাক্য গঠন সম্ভব না। Vowel ছাড়া যেমন Word বা শব্দ গঠন হয় না, ঠিক তেমনি Verb ছাড়া Sentence বা বাক্য গঠনও অসম্ভব। আজকে আমরা Verb নিয়ে আলোচনা করবো।
সংজ্ঞাঃ যে Word বা শব্দ দ্বারা কোনো কাজ করা বুঝায়, তাকে Verb বা ক্রিয়া বলে।
অথবা, যে Word বা শব্দ দ্বারা হওয়া, যাওয়া, করা, খাওয়া, পড়া, লেখা, শোনা ইত্যাদি সহ সকল প্রকার কাজকে নির্দেশ করে তাকে Verb বা ক্রিয়া বলে।
- I do the work.
- Raju is a teacher.
- He know the man.
- You have a pen.
- I love my mother.
- I lost my pen.
- Runa reads a book.
- Rupa has done this work.
Type of Verb
Verb এর অনেক প্রকারভেদ আছে আমরা কিছু প্রকারভেদ নিয়ে আজকে আলোচনা করবো। এবং S.S.C এর জন্য যে পাঠ গুলো খুবই গুরুত্বপূর্ণ সেই বিষয়গুলো জানবো। তবে চলো শুরু করি।
প্রথমত, Verb বা ক্রিয়া দুই প্রকার:
1. Finite Verb - সমাপিকা ক্রিয়া:
- I eat rice.
- I know the man.
- I see a bird.
- Raju goes to school.
2. Non- Finite Verb - অসমাপিকা ক্রিয়া:
- I have to go.
- I want to know.
- He go to do the work.
দ্বিতীয়ত, Verb বা ক্রিয়া দুই প্রকার:
1. Principal/Main Verb - প্রধান/মুল ক্রিয়া
- I eat rice.
- I read a book.
- I see a cat.
- I go to school.
- I love my father.
- I watch television.
- I am eating rice.
- You are going to school.
- He is reading a book.
- Raju was watching a bird.
- They were singing a song.
- I will have a cow.
তৃতীয়ত, Verb বা ক্রিয়া দুই প্রকার:
1. Transitive Verb - সকর্মক ক্রিয়া
- He reads a book.
- Raju goes home.
- I want some milk.
বাক্যগুলো খেয়াল করলে দেখা যায় সব বাক্যগুলোরই Object বা কর্ম আছে।
2. Intransitive Verb - অকর্মক ক্রিয়া
- He reads.
- Raju goes.
- I want.
- Birds fly.
বাক্যগুলো খেয়াল করলে দেখা যায় সব গুলোরই Object বা কর্ম অনুপস্থিত। আমরা জানি যে বাক্যের Object বা কর্ম থাকে না তাই হলো Intransitive Verb।
আরও পড়তে ক্লিক করুন:
No comments