The Sentence
The Sentence
ইংরেজী ব্যকরণের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো Sentence বা বাক্য। এই বাক্যটি পড়ার অন্যতম কারণ হলো আমরা প্রতিটি বিষয়ে বাক্যের ব্যবহার দেখতে পাই। যেমন, বক্তার মনের ভাব বাক্য ছাড়া কোনো ভাবেই প্রকাশ করা সম্ভব না। আবার যদি আমরা Dialogue, Paragraph, Composition, Letter তথা Grammar এর যেকোনো বিষয় পড়তে এবং বুঝতে যাই না কেন আমরা সবার আগে দেখতে পাবো এই Sentence কে। কারণ সব কিছু Sentence দিয়ে লিখেই প্রকাশ করা হয়। আজকে আমরা এই Sentence সম্পর্কে বিস্তারিত জানবো।
- Sentence শব্দের অর্থ হলো বাক্য। বাক্য গঠন করার জন্য দুই বা ততোধিক Word বা শব্দের প্রয়োজন হয়। এবং একাধিক শব্দের সংমিশ্রণের কারণে বক্তার মনের ভাব প্রকাশ করা যায়।
সংজ্ঞাঃ কয়েকটি Word বা শব্দ পাশাপাশি বসে যখন বক্তার মনের ভাব সম্পূর্ণ রূপে প্রকাশ পায় তখন তাকে Sentence বা বাক্য বলে।
- This is my pen- এটি আমার কলম।
- I am cutting grass in this field- আমি মাঠে ঘাস কাটছিলাম।
- He is a doctor- সে হয় একজন চিকিৎসক।
Sentence বা বাক্য হতে গেলে কিছু শর্ত মানতে হবে। না হলে সেটি বাক্য বলে গণ্য হবে না। তবে শর্ত গুলো দেখে নেয়া যাক:
- mother my I love - মা আমার আমি ভালোবাসি।
- I love - আমি ভালোবাসি।
- An elephant flies in the sky - একটি হাতি আকাশে উড়ে।
এখন উপরের বাক্যগুলো লক্ষ কর।
⮞প্রথম বাক্যটিতে শব্দ গুলো পাশাপাশি বসলেও সেগুলো এলোমেলো ভাবে সাজানো আছে। এখানে বাক্যটি এলোমেলো ভাবে সাজানো থাকার কারণে এটি শর্তানুযায়ী একটি বাক্য নয়। বাক্য সুন্দর ভাবে সাজানো থাকতে হবে। যেন সহজেই দেখেই আমরা বুঝতে পারি যে এটি একটি বাক্য। এবং এলোমেলো ভাবে থাকার কারণে বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায়নি।
⮞এবার দ্বিতীয় বাক্যটি লক্ষ কর: এই বাক্যটিতে একাধিক শব্দ পাশাপাশি বসলেও একটি প্রশ্ন থেকে যায়। যার কারণে বক্তার মনের ভাব সম্পূর্ণ ভাবে প্রকাশ পায় নি। অর্থাৎ বাক্য হতে গেলে বাক্যের অর্থ সম্পূর্ণ প্রকাশ করতে হবে।
⮞শেষের বাক্যটি খেয়াল কর। “একটি হাতি আকাশে উড়ে” এখানে সব কিছুই ঠিক ঠাক রয়েছে তবে এটি তো বাক্য হবার কথা। কিন্তু এটি বাক্যের যোগ্যতার লঙ্ঘন করেছে। কেননা আমরা জানি হাতি কখোনো আকাশে উড়তে পারে না। কারণ আল্লাহ হাতি কে আকাশে উড়ার ক্ষমতা দেয় নি। তাই বাক্যের শেষ শর্ত হলো বাক্যের যোগ্যতাও ঠিক রাখতে হবে।
👉এবার আমরা Sentence এর প্রকার ভেদ দেখবো।
Types of Sentence
Sentence কে আমরা দুইভাগে বিভক্ত করতে পারি। একটি ভাগ হচ্ছে প্রকারভেদ অনুসারে আরেকটি ভাগ হচ্ছে গঠন অনুসারে।
⮞আমরা এখানে প্রকারভেদ অনুসারে বাক্য পাঁচ প্রকার এই বিষয়টি জানার চেষ্টা করবো।
- Assertive Sentence - বর্ণনা/বিবৃতি মূলক বাক্য
- He is a student.
- I love a bird.
- They love to play cricket.
- The dog is running.
- I do not eat rice.
- Interrogative Sentence - প্রশ্নবোধক বাক্য
- What is your name?
- How old are you?
- Do you eat rice?
- Who is him?
- Do you know her?
- Imperative Sentence - আদেশ, নিষেধ, অনুরোধ
- Please, give me a glass of water.
- Come here.
- Open your English book.
- Never tell a lie.
- Go to your home.
- Optative Sentence - প্রার্থনামূলক বাক্য
- May Allah help you.
- I pray for you.
- I wish Allah always safe us.
- Exclamatory Sentence - বিষ্ময়সূচক বাক্য
- Alas! I am undone.
- Hurrah! We have won the game.
- What a beautiful flower it is!
- How nice bird it is.
পরবর্তী ব্লগের মাধ্যমে আমরা আরও বিস্তারিত জানার চেষ্টা করবো ইন-শা-আল্লাহ।
আরও জানুন: Grammar
No comments