ধর্ম (ইসলাম, হিন্দু, খ্রিষ্টান, বৌদ্ধ)
ধর্মঃ
Islamic Music Wave-এ আপনাদের স্বাগতম জানাই।
ধর্মঃ বিষয়টি বাস্তবজীবনে অত্যান্ত গুরুত্ব বহন করে। একজন মানুষের জাতীয় পরিচয়ের পাশাপাশি ধর্মীয় পরিচয় অত্যান্ত গুরুত্বপূর্ণ। এর অন্যতম প্রধান কারণ হলো খাদ্যভাস, চলাফেরা, প্রার্থনার স্থান সব কিছুই ধর্মভেদে আলাদা হয়ে থাকে। একজন মুসলিম কখোনো মন্দিরে প্রার্থনা করবে না। আবার একজন হিন্দু কখোনো মসজিদে নামাজ পড়তে আসবে না। এমন অনেক অমিল রয়েছে ধর্মের মধ্যে। বাংলাদেশে প্রধান ধর্ম হলো ৪টি যথাক্রমেঃ মুসলিম, হিন্দু, খ্রিষ্টান, বৌদ্ধ। এবং প্রধান ধর্ম হলো ইসলাম। বাংলাদেশের অধিকাংশ মানুষ মুসলিম। দ্বিতীয় সারিতে রয়েছে হিন্দু এবং তৃতীয় ও চতুর্থ সারিতে রয়েছে অন্যান্য সকল ধর্ম।
বাংলাদেশের মানচিত্রে ২০১৪ এর আদমশুমারির গনণা অনুসারে জনসংখ্যা ছিলো ১৪ কোটি ৯৭ লক্ষ ৭২ হাজার ৩৬৪ জন।
যার মধ্যে মুসলিমদের সংখ্যা হলো ৯১.০৪% যার সংখ্যা ১৩ কোটি ৬৩ লক্ষ ৫২ হাজার ৭৬০ জন প্রায়। বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলিম হবার কারণে বাংলাদেশকে মুসলিম দেশ বলা হয়। মুসলিমদের বিভিন্ন উৎসব থাকলেও প্রধান উৎসব হলো ঈদ-উল-ফিতর এবং ঈদ-উল-আযাহা। বাংলাদেশ একটি বৈচিত্রময় দেশ। এ দেশে সর্বস্তরের মানুষ বসবাস করে এবং একইদেশে বিভিন্ন ধর্ম ও গোত্রের মানুষ মিলেমিশে বসবাস করে।
এদেশে মুসলিমদের পাশাপাশি হিন্দু রয়েছে এবং এদেশে হিন্দুদের হার ৭.৯৫% । যা হিসাব করলে আসে ১ কোটি ১৯ লক্ষ ৬ হাজার ৯০২ জন। এবং মুসলিম ধর্মের পরে বাংলাদেশে হিন্দুদের সংখ্যাই হলো বেশি। বাংলাদেশের সকল স্থানেই হিন্দুদের কম বেশি বসবাস দেখা যায়।
এর পাশাপাশি রয়েছে খ্রিষ্টান ধর্মাবলম্বিরা। যাদের হার ০.৩০% মাত্র। যা হিসাব করলে ৪ লক্ষ ৫০ হাজার প্রায়।
এবং পাশাপাশি রয়েছে বৌদ্ধ ধর্মের মানুষ। যাদের হার ০.৬১% এবং হিসাব করলে ৯ লক্ষ ১৪ হাজার প্রায়। জনসংখ্যার দিক থেকে খ্রিষ্টানদের তুলনায় বৌদ্ধ ধর্মের মানুষ প্রায় দ্বিগুন।
এই বাংলাদেশে খ্রিষ্টান এবং বৌদ্ধ ধর্মাবলম্বীদের সাধারণত আদিবাসি বা ক্ষুদ্রজাতিসত্তা বলা হয়। বাংলাদেশের পার্বত্য অঞ্চলগুলোতে এদের বসবাস বেশি দেখা গেলেও বাংলাদেশের সব এলাকাতেই এই ধর্মাবলম্বীদের দেখা যায়। পার্ব্যত্য চট্টগ্রামের আশে পাশে বৌদ্ধ ধর্মের মানুষ বেশি দেখা যায়। আবার দেশের পশ্চিমাঞ্চল রাজশাহী জয়পুরহাট এবং দিনাজপুরে খ্রিষ্টানদের সংখ্যা তুলনামুলক বেশি। বাংলাদেশের সকল ধর্মের মানুষ নিজেদের ধর্ম পালন করে থাকে। কোনো রকম বিবাদ ছাড়াই।
বাংলাদেশে মুসলিম দের সংখ্যা বেশি হবার কারণে তাদের উপাসনালয় অনেক বেশি । এবং বিশ্বাসের দিকে তাকালে সব থেকে বড় এবং বেশি প্রমাণ ইসলাম ধর্মেই পাওয়া যায়।
এক আল্লাহর উপাসনা করা এবং সেই আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস এটাই প্রমাণ করে ইসলাম ধর্মই হচ্ছে একমাত্র শান্তি প্রতিষ্ঠার ধর্ম। ইসলাম ধর্মই একমাত্র বিশ্বাস যোগ্য ধর্ম এবং আল্লাহর প্রিয় ধর্ম। তাই আসুন কলহ ভুলে গিয়ে ইসলাম সম্পর্কে জানি এবং ইসলাম ধর্মকে গ্রহণ করি। পরকালের শান্তি লাভের উদ্দেশ্যে।
No comments