আল্লাহর সৃষ্টি নিয়ে রচিত কবিতা।
সবুজ, শ্যামল গাছপালা আর আছে রঙ্গিন ফুল
মায়া ঘেরা সুনীল আকাশ পদ্মা, মেঘনার কূল
পাহাড়, নদী আর সাগড়, ডাঙ্গা ফুরফুরে হিমেল বাতাস
বন্যপ্রাণী, মাছ, পাখি আর হাজারো ফুলের সুবাস
যা দেখি আমি ঘুরে ঘুরে যত দুরে যায় মোর দৃষ্টি
অপরূপ এই পৃথিবী খোদা তোমারই সৃষ্টি।।
মরু, বালু, আকাশ পাতাল, যা আছে ধরার মাঝে
রাত্রি তুমি করেছো রঙ্গিন, চাঁদের আলোয় সাজিয়ে
জোনাকি পোকার আলোর তরে ঝোপঝাড় রঙ্গিন লাগে
রাতের আকাশের হাজার তারাও দেখবার সাধ জাগে
মাটি, পানি, আলো, বাতাস সবকিছু তোমার দান
দিয়েছো তুমি জীবন মোরে, চক্ষু, মন ও প্রাণ
আঁখ নামক গাছে তুমি দিয়েছো যে অফুরান মিষ্টি
সৃষ্টির জীবন বাঁচাতে তুমি ঝড়াও আবার বৃষ্টি
অপরৃপ এই পৃথিবী খোদা তোমারই সৃষ্টি।।
মহাবিশ্বে গ্রহ, তারা, গ্যালাক্সি, নিহারীকাপুঞ্জ,
নদীর মাঝে চর বানালে তুমি, সাগরে বানালে দীপপুঞ্জ।
জ্ঞান দিলে তুমি মানুষকে প্রভু, বানালে সৃষ্টির সেরা,
নাজিল করতে বাণী তোমার, গুহা বানালে হেরা।
বিজলী দিলে তুমি মেঘের বুকে, দেখাতে তোমার ক্ষমতা
মায়ের পেটে শিশু লালন করো তুমি, এ যে তোমার মমতা।
সর্প মুখে বিষ দিলে তুমি, ঔষধে দিলে বেঁজি গোষ্ঠি,
কুকুর, পিপড়াকে ঘ্রান দিলে তুমি, শকুন কে দিলে তুমি দৃষ্টি।
অপরূপ এই পৃথিবী খোদা তোমারই সৃষ্টি।।
অপরূপ এই পৃথিবী খোদা তোমারই সৃষ্টি।।
No comments