Header Ads

Header ADS

বোগদাহ বৌদ্ধ বিহারের চিত্র।

বোগদহ বৌদ্ধ বিহার পাল, সেন, মুঘল আমলের ইতিহাস জরিয়ে আছে। এখানে একসময় আখ চাষ হতো। এবং রংপুর সুগার মিল এই আখ দিয়েই চলতো, কিন্তু বর্তমানে বিভিন্ন কারণে আখ চাষ বন্ধ হয়ে গেছে। তবে এখানে শীত কালে নিত্যনব পর্যটক ঘুরতে আসে। এখানকার পরিবেশ ও আবহাওয়া আলহামদুলিল্লাহ অন্যান্য দর্শস্থানের থেকে সম্পুর্ণ সমুন্নত। এখানকার প্রাকৃতিক শোভা মানুষের মনকে মুগ্ধ করে। এখানকার সামাজিক চিত্র মানুষের মনে একে যায়। এখানে আর‌ও নতুন দেখার মতো রয়েছে আদিবাসী পল্লী। এখানে সাঁওতালের বসবাস রয়েছে। এই সাঁওতাল জাতি বহুযুগ আগে থেকেই এই বিহারের আশে পাশে বসবাস করতো। তারা এখোনো দাবি করে থাকে বোগদাহ বিহার তাদের পৈতৃক সম্পত্তি। এ নিয়ে এখোনো তারা আন্দোলন করেই চলেছে। বর্তমান বোগদহ বৌদ্ধ বিহার বললে কেউই চিনবে না। হয়তো ১৯ শতকের কেউ চিনতে পারে। তবে বর্তমানে এই বোগদাহ বৌদ্ধ বিহারকে সকলে বোগদাহ ফার্ম নামেই চেনে।
এই বিহারটি অবস্থিত রংপুর বিভাগের, গাইবান্ধা জেলার অন্তর্গত, গোবিন্দগঞ্জ উপজেলায়।



ফটো: ফেসবুক থেকে সংগ্রহীত।


ফটো: ফেসবুক থেকে সংগ্রহীত।


ফটো: ফেসবুক থেকে সংগ্রহীত।


ফটো: ফেসবুক থেকে সংগ্রহীত।


ফটো: ফেসবুক থেকে সংগ্রহীত।


ফটো: ফেসবুক থেকে সংগ্রহীত।


ফটো: ফেসবুক থেকে সংগ্রহীত।


ফটো: ফেসবুক থেকে সংগ্রহীত।


ফটো: ফেসবুক থেকে সংগ্রহীত।


ফটো: ফেসবুক থেকে সংগ্রহীত।


ফটো: ফেসবুক থেকে সংগ্রহীত।


ফটো: ফেসবুক থেকে সংগ্রহীত।


ফটো: ফেসবুক থেকে সংগ্রহীত।


ফটো: ফেসবুক থেকে সংগ্রহীত।

 বিঃ দ্রঃ ছবিগুলো সঠিক মালিক কে চিনি না এজন্য কাউকে ক্রেডিট দিতে পারলাম না। তবে আলহামদুলিল্লাহ। তোমাদের অনেক ধন্যবাদ। 

No comments

Theme images by MichaelJay. Powered by Blogger.