Header Ads

Header ADS

আদমশুমারি।

আদমশুমারি বা জনশুমারি শব্দের শাব্দিক অর্থ হলোঃ মানুষ গণনা/হিসাব করা। 
সংজ্ঞাঃ নির্দিষ্ট সময় পর অর্থাৎ ১০ বছর পরপর দেশে মানুষের হিসাব নিকাশ করে সংরক্ষনের নামই আদমশুমারি বা জনশুমারি। এটি নিয়ন্ত্রন করে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো অধিদপ্তর। 


জাতিসংঘের সংজ্ঞা অনুযায়ী নির্দিষ্ট সময়ে জনশুমারি একটি জনগোষ্ঠীর বা দেশের জনসংখ্যা গণনার সামগ্রিক প্রক্রিয়ায় তথ্য সংগ্রহ, তথ্য একত্রীকরণ এবং জনমিতিতে অর্থনৈতিক ও সামাজিক তথ্যাদি প্রকাশ করা বোঝায়। কোন দেশের বা কোন নির্দিষ্ট অঞ্চলের মানুষ গণনাকেই মূলত জনশুমারি বলা হয়। এই গণনার মাধ্যমে একটি দেশের অর্থনীতি থেকে শুরু করে অনেকগুলো খাতে প্রয়োজন হয়ে থাকে। বাংলাদেশের মাথাপিছু আয়ের হিসাবও সহজে বের করা যায় এই গণনার মাধ্যমে। ২০১৪ সালের গণনা মতে বাংলাদেশের প্রতি বর্গকিলোমিটারে বসবাস করত ১০১৫ জন। এবং মাথাপিছু আয় ছিলো ১ হাজার ৩১৪ মার্কিন ডলার। জনগনের সঠিক হিসাব নিকাশের মাধ্যমে একটি দেশের অর্থনৈতিক অবকাঠামো পরিবর্তন হয়। এবং বাজেট করতে সুবিধা হয়।

No comments

Theme images by MichaelJay. Powered by Blogger.