Header Ads

Header ADS

অহি কি?

 অহি শব্দের শাব্দিক অর্থ আল্লাহর বাণী। হযরত জিবরাঈল (আ) এর মাধ্যমে কিতাব আকারে আল্লাহর বাণী রসূলগণের নিকট প্রেরণ হবার নামই অহি। সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব হলো আল-কুরআনুল মাজিদ। এবং এই মহিমান্বিত কিতাবখানা নাজিল হয় হযরত মুহাম্মদ (স) প্রিয় রসূলের উপর।

এ পর্যন্ত ১০৪টি আসমানি কিতাব নাজিল হয়েছে। এর মধ্যে ১০০টি আসমানি কিতাব হলো ছোট। এই ছোট আসমানি কিতাবকে সহিফা বলা হয়। এবং বড় কিতাব হলো ৪টি । তাওরাত, যাবুর, ইনজিল, আল-কুরআন। 

তাওরাত:

  • এই কিতাব নাজিল হয় হযরত মুসা (আ) এর উপর।
যাবুর:

  • এই ‍কিতাব নাজিল হয় হযরত দাউদ (আ) এর উপর।
ইনজিল:

  • এই কিতাব নাজিল হয় হযরত ঈসা (আ) এর উপর।
আল-কুরআন:

  • এই কিতাব নাজিল হয় হযরত ‍মুহাম্মদ (স) এর উপর।

No comments

Theme images by MichaelJay. Powered by Blogger.