অহি কি?
অহি শব্দের শাব্দিক অর্থ আল্লাহর বাণী। হযরত জিবরাঈল (আ) এর মাধ্যমে কিতাব আকারে আল্লাহর বাণী রসূলগণের নিকট প্রেরণ হবার নামই অহি। সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব হলো আল-কুরআনুল মাজিদ। এবং এই মহিমান্বিত কিতাবখানা নাজিল হয় হযরত মুহাম্মদ (স) প্রিয় রসূলের উপর।
এ পর্যন্ত ১০৪টি আসমানি কিতাব নাজিল হয়েছে। এর মধ্যে ১০০টি আসমানি কিতাব হলো ছোট। এই ছোট আসমানি কিতাবকে সহিফা বলা হয়। এবং বড় কিতাব হলো ৪টি । তাওরাত, যাবুর, ইনজিল, আল-কুরআন।
তাওরাত:
- এই কিতাব নাজিল হয় হযরত মুসা (আ) এর উপর।
- এই কিতাব নাজিল হয় হযরত দাউদ (আ) এর উপর।
- এই কিতাব নাজিল হয় হযরত ঈসা (আ) এর উপর।
- এই কিতাব নাজিল হয় হযরত মুহাম্মদ (স) এর উপর।
No comments