কবিতা: সুবিধাবাদী
শিরোনাম: সুবিধাবাদী
কলমে: মোঃ আব্দুর রউফ
আমি নাগরিক এদেশের, বিকৃত মগজের ধারক বাহক,
মানুষের দুঃখে দুঃখ পাইনা আমি, কোনোকিছুতে নাই একটুও শোক।
সব কিছু দেখে করি না দেখার ভান,
বলি না কাউকে কিছু যদি যায় প্রাণ।
সুযোগে থাকি আমি, সময়ের দিকে চেয়ে,
সাহায্য করি আমি, সব কিছু লুটে নিয়ে।
সরকারী বাজেটের গরীবের ত্রাণ, না খাইলে আমার ভরে না তো প্রাণ।
যাকাতের অর্থ করি আমি চুরি, নাকে শুধু আমার অর্থের ঘ্রাণ।
আধারে করি আমি অবৈধ কাজ,
যেনো না দেখে আমাকে সমাজ।
ভালো সেজে থাকি আমি সামনে সবার,
সত্য তো বলিনা মাসে একবার!
মসজিদে সামনের কাতারে দারিয়ে,
ইবাদত করি আমি যাই সব ছাড়িয়ে।
মিথ্যা কথাকে আমি সত্য বানাই, সৎ লোককেও অসৎ সাজাই।
সাধারণ মানুষকে ফাঁকি দিয়ে, তাদের সবকিছু লুটে পুটে খাই।
প্রতিবাদের সময় আমি হয়ে যাই চুপ,
তুবও সবাই বলে রাজনীতিবিদ।
নাটকের রাজা আমি করি অভিনয়,
সুদ-ঘুষ খাই আমি, নেই মনে ভয়।
সব কিছু করে ঠিক রাখি আমি আমার আপন গদি।
নরমে সবল আমি, সবলে নরম কারণ আমিতো সুবিধাবাদী।
সারমর্মঃ কবি এই কবিতাটিতে সমাজের কিছু অসৎ নেতাদেরকে নির্দেশ করেছেন। যারা নিজেদের আখের গোছাতে ব্যস্ত। কে অসহায়, কে আবার জুলুম কারী তারা সেগুলো কখোনো দেখে না। মাঝে মাঝে মানবতার ফেরিওয়ালা সাজে এবং যাদের ঘরে লুটপাট করে কোটি টাকা তাদের দেয় লাখ টাকার সহযোগিতা। সমাজের সামনে তারা সবথেকে সভ্য ব্যক্তি হলেও তারা আড়ালে ঠিকই সুদ, ঘুস সব খেয়েই চলেছে। মিথ্যা সাক্ষি সাজিয়ে ভালো মানুষদের জেলখানাতে আর খারাপ মানুষদের সহযোগিতার মাধ্যমে দেশে অরাজকতা তৈরি করে কিন্তু সর্বশেষ টার্গেট রাখে তার নিজের পজিশনকে। এবং কবি এই মানুষরূপে জালিম নেতাকেই সুবিধাবাদী হিসেবে উল্লেখ করেছেন।
আরও কবিতা পড়তে 👍লাইক বাটনে চাপ দিন।
No comments