কবিতা: প্রকৃতি
বাংলাদেশের প্রকৃতি অপরূপ সৌন্দর্যে ঘেরা। আল্লাহর এই সৃষ্টি সর্বদাই প্রসংশার যোগ্য। সেই প্রকৃতি নিয়ে লেখা ছোট একটি কবিতা। আপনাদের ভালো লাগবে ইন-শা-আল্লাহ।
কবিতা: প্রকৃতি
লেখক-মোঃ আব্দুর রউফ
চিরচেনা এই জন্মভুমি,বাংলাদেশ তার নাম
হারিয়ে যাই প্রকৃতিতে আমি, ছুরে দিয়ে পিছুটান
অবাধ্য হয়েই চলি নিরবধি, চাই প্রকৃতির পানে
এত সুন্দর দৃশ্য যে তার, সে কি তা জানে
জানলে হয়তো লুকিয়ে রাখত, যা আছে তার রূপ
বলতো ওরে দেখিস না মোরে, মেলে তোর আপন চোখ।।
আছে নদী, আছে পাহাড়, আরো আছে বনও বাদার
ঢেকে রয়েছে বিমোহিত রুপে আকাশ নামক চাঁদর
শোভাতে তার বরই বাহার দেখতে ভালো লাগে
যতই দেখি ততই যে তারে দেখবার সাধ জাগে
অপরাহ্নের দিকে তাকালে মনে পরে ছেলে বেলা
গোধুলি কালে বুকে প্রকৃতির করেছি কত খেলা
মাঝে মাঝে মনে প্রশ্ন জাগে, রঙিন কেনো পৃথিবী
কেনো এতো শোভা, কেনো এতরূপ বাংলার প্রকৃতি।।
গাছ-পালা আর পাখির মন মাতানো কলরবে
ফিরে গিয়ে সেই ছেলে বেলাতে,নাচবার সাধ জাগে
আল্পনাতে আঁকি তোমাকে, সবই উজার করে
দেখতে দেখতে রূপটা তোমার, যাই যেনো আমি মরে
৬ কালে পাল্টাও তুমি নিজের আপন রূপ
বাঙ্গালী আমি তাই পারিনা থাকতে বসে চুপ
বলিতে চাই উচ্চস্বরে তুমি দেশের স্মৃতি
গর্ব তুমি, সারা বাংলার রঙ্গিন প্রকৃতি।।
সারমর্মঃ কবির জন্মভূমি এই বাংলাদেশ, সে এই দেশের সুন্দর প্রকৃতিতে হারিয়ে যেতে চায়। কবি বলতে চায়, প্রকৃতি এত সুন্দর কিন্তু সে নিজেই জানে না তার সৌন্দর্যের কথা। যদি প্রকৃতি জানতো সে এতো সুন্দর তবে সব সৌন্দর্য লুকিয়ে রাখতো। কেউই উপভোগ করতে পারত না। প্রকৃতিতে পাহার আছে নদী ও বন জঙ্গল রয়েছে, সেই সাথে আকাশ নামক ঢাকনা দিয়ে সব ঢেকে রাখা হয়েছে। বিকেলের প্রকৃতি খুবই সুন্দর দেখলে কবি তার ছোট বেলার কথা মনে পরে। কবি নিজের মনকে প্রশ্ন করছে যে প্রকৃতি এত সুন্দর কেন? কেন এই প্রকৃতিতে এতো শোভা? পাখির কলরব, ষড়ঋতু আসলেই খুবই বিচিত্র। দেশের স্মৃতি এবং প্রকৃতির সব কিছু মহান স্রষ্টা আল্লাহ তায়ালার সৃষ্টি এজন্য কবি শুকরিয়া আদায় করে বলেছেন বাংলা প্রকৃতি এদেশের মানুষের গর্ব।
কবির কিছু কথাঃ আলহামদুলিল্লাহ্। আল্লাহর অশেষ রহমতে আমি আপনাদের বিনোদনের মাধ্যম হিসেবে ছোট্ট একটা কবিতা লিখেছি। যদি ভূল ত্রুটি হয়ে যায় তবে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন।
সমসাময়িক কবিতা পড়তে ক্লিক করুন:👉সমসাময়িক কবিতা
No comments