জুম চাষ
জুমচাষের প্রকৃত অর্থ হলো স্থান পরিবর্তনের মাধ্যমে চাষাবাদ করা। পাহাড়ের জঙ্গল পরিষ্কার করে বিভিন্ন ধরণের ফসল চাষাবাদ করাই হলো জুমচাষ। এই চাষ করতে স্বাভাবিকভাবে পাহাড়ের গায়ে কিছু স্থানে চাষ করার পর কয়েক বছর সেই স্থানের উর্বরতা বৃদ্ধির জন্য রেখে দিয়ে, আবার পাহাড়ের অন্য স্থানে গিয়ে সেখানে কেটে নতুন করে চাষ করা হয়। যে সকল চাষি জুম চাষ করে থাকে তাদের সাধারণত জুমিয়া বলা হয়।
No comments