মক্কা নগরী
মক্কা নগরী: সাধারণত মক্কা নগরী সৌদি আরবের হেজাজ অঞ্চলের মক্কা প্রদেশের রাজধানী। এবং ইসলাম ধর্ম অনুযায়ী পবিত্র একটি শহর। মুসলিম ধর্মের সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী-রসূল হযরত মুহাম্মদ (স:) এর জন্মস্থান। ৫৭০ খ্রিষ্টাব্দে রবিউল-আউয়াল মাসের ১২ তারিখে মহানবী (স:) এর জন্ম। মহানবী (স) এর পিতার নাম ছিলো আবদুল্লাহ্ এবং মাতার নাম ছিলো আমিনা।
খ্রিষ্টপূর্ব ঊনবিংশ শতাব্দীতে ইবরাহিম ও ইসমাইল (আ.)-এর যুগ থেকে মক্কার ইতিহাস শুরু হয়; ইবরাহিম (আ.) মিসর থেকে ফিরে কেন‘আনে আসার বছরাধিককাল পর প্রথম সন্তান ইসমাইলের জন্ম লাভ হয়। কিন্তু কিছু দিনের মধ্যেই তিনি শিশুসন্তান ও তার মা হাজেরাকে মক্কার নির্জন পাহাড়ি উপত্যকায় নিঃসঙ্গভাবে রেখে আসার এলাহি নির্দেশ লাভ করেন। বস্তুত এটা ছিল অত্যন্ত মর্মান্তিক পরীক্ষা। ইব্রাহীম (আ) মুলত মক্কা শরীফে কাবা ঘরের নির্মান করেন। এবং তখন থেকেই হজ্জ্ব পালন শুরু হয়। মক্কা নগরীর বেশির ভাগই হলো মরুভূমিতে ঢাকা। এবং বালুরাশি। শিশু ইসমাইলের পদ্বাঘাতে সেখানে জমজম (থাম থাম) কূপের নির্মান করেন আল্লাহ তায়ালা। আজ সৌদি আরবের মক্কা নগরী পৃথীবির মধ্যে অন্যতম পরিচিত ও জনপ্রিয় একটি নগর।
No comments