কবিতা:- মামার বাড়িতে আমন্ত্রণ
নেমন্তন্ন কবিতার আলোকে লেখা একটি শিশুতোষ ছড়া। ছড়াটি ইচ্ছাশক্তির সাপ্তাহিক ম্যাগাজিনে প্রকাশিত হয়েছে।
শিরোনাম: মামার বাড়িতে আমন্ত্রণ
কলমে: মোঃ আব্দুর রউফ
কোথায় যাচ্ছো ভাই?
মামার বাড়িতে যাই।
কারণ কি জানতে পারি?
হ্যাঁ! ভাই যাচ্ছি মামার বাড়ি।
দাওয়াত খাইতে নাকি?
হ্যাঁ, ভাই আরও কিছু পথ বাকি।
বিয়ের দাওয়াত বুঝি?
জানিনা আমি নিজেই।
সেথায় কেনো যাচ্ছো তবে?
শুনেছি ভাই ভোজ হবে।
থাকবে কি কি ভাই?
যেমন খেতে চাই।
খাবে কি তুমি?
রসমালাই আর লেডিকেনি!
আর কি খেতে চাও?
কোরমা আর পোলাও।
এইটুকুই কি শেষ?
না, ভাই আরো আছে বেশ।
বলো দেখি শুনি ভাই?
পায়েসটাও আমার চাই।
আরও কি আছে বাকি?
গরুর ঝোল, কসা খাসি।
আর বলো না ভাই।
আছে বগুড়ার দই।
নেবে কি আমায় সাথে?
না ভাই, বিপদ আছে পথে।
সারমর্মঃ কবি মামার বাড়িতে যাবার সময় একটি মানুষের সাথে দেখা হয় তারপর তাদের ব্যক্তিগত কথা বার্তা হয়। খাবারের প্রতিটি আকর্ষনীয় পদ সেই ব্যক্তিকে আকর্ষিত করে এবং সেই ব্যক্তি অতি উৎসাহে কবির সাথে খাইতে যেতে চায় কিন্তু কবির নিজের মান বাঁচানোর জন্য লোকটিকে সাথে নিতে কৌশলে নিষেধ করে দেয়।
কবিতা লেখার প্রেক্ষাপট: নেমন্তন্ন ছড়াটি অত্যান্ত ইউনিক হবার কারণে কবির সেই ছড়াটি ভালো লাগে এবং সোজা সরল ভাষায় কবি উপস্থাপন করতে চায় যার জন্য প্রচলিত ভাষায় ছড়াটি লেখেন কবি। যেনো সকল শিশুই মজার এই ছড়াটি পড়ে বুঝতে পারে। কবিতাটি কবি লিখেছিলেন ১৭ই জুলাই ২০২৩ সালে।
No comments